দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কৃষ্ণগঞ্জে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান আইএসএফ প্রার্থীর

April 15, 2021 | 2 min read

ভোটের দিন যত এগিয়ে আসছে কৃষ্ণগঞ্জে সংযুক্ত মোর্চায় ফাটল চওড়া হচ্ছে। সংযুক্ত মোর্চার প্রার্থী আইএসএফের (ISF) অনুপকুমার মণ্ডল অনুগামী ও সমর্থকদের তৃণমূলে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বিজেপিকে সাম্প্রদায়িক ও বিভেদকারী দল বলে কটাক্ষ করে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয় অনুপবাবু সিপিএম প্রার্থী ঝুনু বৈদ্যর বিরুদ্ধে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। এতে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের (Trinamool) সুবিধা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই নদীয়ার একাধিক বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থীদের নিয়ে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়। তার মধ্যে অন্যতম চাপড়া ও কৃষ্ণগঞ্জ বিধানসভা। এই দুই বিধানসভার পরিস্থিতি বেগতিক বুঝে সিপিএম নতুন করে প্রার্থী দাঁড় করায়। চাপড়ায় আইএসএফ প্রার্থী কাঞ্চনা মৈত্রর পাশাপাশি জাহাঙ্গির আলি বিশ্বাসকে সিপিএম প্রার্থী করে। অন্যদিকে, কৃষ্ণগঞ্জে আইএসএফ প্রার্থী অনুপকুমার মণ্ডলের পাশাপাশি সিপিএম ঝুনু বৈদ্যকে প্রার্থী করেছে। এই ঘটনায় জোট শরিকদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে।

অনুপবাবুর অভিযোগ, সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার তিনি বলেন, নাম ঘোষণার পর আমি মনোনয়নপত্র জমা দিই। কিন্তু পরবর্তীতে সিপিএমের তরফে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু আমি তা না করায় সিপিএম প্রার্থী দেয়। ঝুনু বৈদ্য মোর্চার প্রার্থী বলে এলাকায় এলাকায় দেওয়াল লিখন শুরু হয়। যে কারণে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

অনুপবাবু ক্ষোভের সঙ্গে আরও বলেন, ঝুনু বৈদ্যকে প্রার্থী করায় সংযুক্ত মোর্চার অন্যান্য শরিকদের ভোট আমি পাব না। ঠিক তেমনি সিপিএম প্রার্থী জিততে পারবে না। সাম্প্রদায়িক বিজেপিকে একমাত্র তৃণমূল রুখতে পারবে বলে আমার মনে হয়। তাই তৃণমূলের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই আমার অনুগামীদের জোড়াফুলে ভোট দেওয়ার আহ্বান করেছি। আমার জামানত জব্দ হলেও দুঃখ পাব না। কিন্তু বিজেপিকে রোখার প্রয়োজন।

বিজেপি প্রার্থী আশিসকুমার বিশ্বাস বলেন, সংযুক্ত মোর্চার অন্তর্দ্বন্দ্বের বিষয়ে কিছু বলব না। কিন্তু এলাকার মানুষ বিজেপিকে ভোট দেওয়ার ব্যাপারে ঠিক করে নিয়েছেন। তাই কে কাকে ভোট দেওয়ার কথা বলল, তা নিয়ে আমরা গুরুত্ব দিতে নারাজ।

সিপিএম প্রার্থী ঝুনু বৈদ্য বলেন, উনি নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নিতেই পারেন। তবে আমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের কিছু জানি না। তৃণমূল প্রার্থী ডঃ তাপসকুমার মণ্ডল বলেন, গত দু’বছরে এলাকার মানুষকে বিজেপি ঠকিয়েছে। সাধারণ মানুষকে সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে রেখেছে। বিষয়টি অনুপবাবু বুঝেছেন। ওঁর সিদ্ধান্তকে স্বাগত জানাই। অন্যান্য বিরোধীরাও আমাদের সঙ্গে শামিল হলে সাদরে তাঁদের গ্রহণ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #West Bengal Assembly Election 2021, #ISF

আরো দেখুন