লেবু বেশি কচলালে তেতো হয়ে যায়, নোয়াপাড়ায় মোদী-শাহকে বার্তা মমতার
বাড়ছে করোনার প্রকোপ। এই আবহে আজ নির্বাচন কমিশন সর্বদল বৈঠক ডেকেছে। তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে শেষ তিন দফার ভোট একদিনে করা হোক। এরই মধ্যে প্রচারে বেরিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া জেলার নবদ্বীপে এবং উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া, জগদ্দল এবং নোয়াপাড়ায় জনসভা তাঁর।
লাইভ আপডেট
৩.৪২: বিজেপির নেতারা জমিদারদের ঠাকুর দাদা। গুলি চালানোর পর আবার বলছে এখানে ওখানে গুলি করে দাও। এদের রাজনীতি করার আগে নাকে খৎ দেওয়া উচিত, পড়াশোনা করা উচিত। অমিত শাহকে অমিত শাহকে ছট পুজোর মন্ত্র জানে? সূর্য দেবের মন্ত্র জানে? ও বলে আমি মা দুর্গার পুজো করতে দিই না? ও জানে মা দুর্গার মন্ত্র?
৩.৪০: আমার ১০ তারিখে পায়ে চোট লাগে। তারপর মা বোনদের পায়ের দিকে তাকিয়ে আমি উৎসাহ পেয়ে ঘুরে বেড়াচ্ছি। মা-বোনেরা হাতা খুন্তি দিয়ে রান্না করতে করতে বিজেপি কে ভাগিয়ে দিন।
৩.৩৮: আমরা দশ লক্ষ মহিলাকে স্বনির্ভর গোষ্ঠী তে নেব আর ২৫ হাজার কোটি টাকা ঋণ দেব। আমরা পাঁচ টাকায় ডিমের ঝোল ভাত চালু করেছি, সারা বাংলায় চালু হয়ে যাবে
৩.৩৫: আমি কৃষকদের একর প্রতি টাকা বাড়িয়ে ১০,০০০ টাকা করব। মা-বোনেদের ৫০০ থেকে হাজার টাকা প্রতি মাসে বিয়ে লক্ষ্মীর ভান্ডার করে দেব। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেবো সরকার জামিন থাকবে।
৩.৩১: বাংলা বাঁচলে দেশ বাঁচবে। ৫ মাস করোনা ছিল না। হাজার লোক আসছে বাইরে থেকে মোদীর জন্য প্যান্ডেল বানাতে। কেউ করোনা টেস্ট করেনি। এইভাবে এখানে করোনা বাড়ছে। আমি বলেছিলাম আমাদের করোনা ভ্যাকসিন কিনতে অনুমতি দাও, দেয়নি। পাঁচ থেকে ছয় মাস করোনা কে নেগলেক্ট করল। সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে নরেন্দ্র মোদির গুজরাতে। এক বাঙালি অধ্যাপিকা গুজরাতে চিকিৎসা না পেয়ে মারা গেছে। বাঙালি বলে ট্রিটমেন্ট হয়নি আর এখানে এসে শুনার বাংলার কথা বলছে।
৩.২৯: প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু নরেন্দ্র মোদি এসে মিথ্যা বলছে। প্রতি নির্বাচনের দিন আসছে বারোটা থেকে চারটে পর্যন্ত থাকছে। ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়েছে? গ্যাসের দাম হাজার টাকা। ওদের বলুন বিনা পয়সায় গ্যাস দিতে। কেরোসিন পাওয়া যাচ্ছেনা পেট্রোল-ডিজেলের দাম কত বার বেড়েছে? ওরা সে, রেল, এয়ার ইন্ডিয়া, MTNL, BSNL সব বিক্রি করে দিয়েছে। স্মল সেভিংস এর সুদ কমাচ্ছে। এনআরসি বিল পাস করেছে। অসমে ভোট হওয়ার পর আবার এনআরসি নোটিশ পাঠাচ্ছে।
৩.২৭: বিজেপির এক হাতে ঝান্ডা,এক হাতে ডান্ডা, তৈরি করেছে কিছু পান বাহার খাওয়া গুন্ডা আর কিছু করলে গুলি চালিয়ে করে দিচ্ছে ঠাণ্ডা। অমিত সা বলছি আমি দুর্গাপূজা করতে দিই না। লেবু কচলাতে কচলাতে তেতো হয়ে যায়। বাংলায় ঘরে ঘরে পূজো হয়। অমিত শাহ গোয়েবলসের মতো বারবার একই মিথ্যে কথা বলে যাচ্ছে
৩.২৫: আমরা চাষিদের থেকে চাল কিনি। ৩১ টাকা খরচা করে তারপর মানুষকে বিনা পয়সায় দিই। ছোটদের জামা কাপড় দিই, বাড়ি বানিয়ে দিচ্ছি। রোটি কাপড়া মাকান করে দিচ্ছি। আপনারা কি চান এর পরেও এই বিনা পয়সায় রেশন চলুক? যদি চান তাহলে তৃণমূলকে সরকারে চাই। এরপরই চাল বিনা পয়সায় বাড়িতে বাড়িতে পৌঁছে দেব, এতে অনেক লোকের কর্মসংস্থান হবে।
৩.২৩: আমি এখানে একটা জয় হিন্দ ভবন বানাবো। কম পয়সায় মানুষেরা বাড়ির কাজের জন্য ভাড়া নিতে পারবে। আমি ভোট চাইছি কারণ আমি কাজ করেছি। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্মার্টফোনের জন্য ১০,০০০ টাকা দিচ্ছি। ক্লাস নাইনে বিনাপয়সায় সাইকেল দিচ্ছি। স্বাস্থ্য সাথী কার্ড এর ৫ লক্ষ টাকার চিকিৎসা দিচ্ছি বিনা পয়সায় রেশন দিচ্ছি
৩.২১: আমরা সাতটা বন্ধ জুট মিলের শ্রমিকদের ১৫০০ হাজার টাকা করে দিই। বলেছিলাম ডানলপ আমাদের দিয়ে দাও, দেয়নি। জন লকের লোককে আমি ১০,০০০ টাকা করে দিই মাসে মাসে। আমি ৫০,০০০ ছেলেকে জুট মিলের জন্য ট্রেনিং দেব
৩.১৯: বিজেপি ব্যারাকপুর লোকসভা জেতার পর হিন্দি ভাষার সঙ্গে বাঙ্গালীদের গন্ডগোল বাধিয়েছিল । ব্যারাকপুর শান্ত হতো না সেদিন আমি যদি না ছুটে আসতাম। চারিদিকে আগুন লাগিয়ে মানুষকে ঘর থেকে তাড়িয়ে ছিল।আমার সব মনে আছে ওরা যে তারপর আমাদের পার্টি অফিস দখল করে নিয়েছিল শুধু গেরুয়া রং করে দিয়ে। আমি আবার পাল্টা রং করালাম। ভাটপাড়া তে হিন্দু-মুসলমানের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছিল
৩.১৭: দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো আমারও গর্ব। এই কাজ আমি শুরু করেছিলাম ২০১০ সালে। শেষ হতে লাগল ১০ বছর।