রাজ্য বিভাগে ফিরে যান

করোনা পরিস্থিতির এই বাড়বাড়ন্তর জন্য দায়ী বিজেপিই: তৃণমূল

April 17, 2021 | < 1 min read

‘রাজ্যে বিজেপিই কোভিড (Covid19) ছড়াচ্ছে’, সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে এরকমই অভিযোগ আনলেন তৃণমূলের (Trinamool) সহসভাপতি যশোবন্ত সিনহা এবং রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। যশোবন্ত সিনহা বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘ফেব্রুয়ারীতে বিজেপির তরফ থেকে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী কঠোর হাতে কোভিডকে দমন করেছেন। সেই দাবি যে কতোটা ভুল, তা করোনার এই দ্বিতীয় ঢেউ প্রমাণ করে দিয়েছে।’

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে যশোবন্ত সিনহা বলেন, ‘আমাদের দল বরাবর আট দফা নির্বাচনের বিরোধী ছিল। কমিশন জোড় করে করল। আবার যখন গতকাল শেষ তিন দফার নির্বাচনকে একদিনে করার প্রস্তাব দেওয়া হল, তাও মানা হল না। তার বদলে শুধু সন্ধ্যায় জনসভা বন্ধ করা হল। বিজেপির (BJP) নেতারা যাতে দিল্লি থেকে ডেইলি প্যাসেঞ্জারি করতে পারেন তাই এই ব্যবস্থা।’

পূর্ণেন্দু বসু এ বিষয়ে বলেন, ‘মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বিনে পয়সায় টিকা দিতে চেয়ে কেন্দ্রের কাছ থেকে টিকা কিনতে চেয়েছিলেন। দেওয়া হয়নি। আজ রাজ্যবাসীকে টিকা দেওয়া থাকলে আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হত না। ‘

স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলে পূর্ণেন্দু বসু অভিযোগ করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই নিজেদের তৈরি করা কোভিড বিধি মানছেন না। জনসভায় মাস্ক পড়ছেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #bjp, #Trinamool Congress

আরো দেখুন