আমেরিকায় আবার বন্দুকবাজের হামলা, হত ৮
বন্দুকবাজের (Gunman) হামলায় মৃত্যু হল আটজনের। পরে নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে হামলাকারী। যদিও অন্য একটি সূত্র বলছে, পুলিসের গুলিতে মৃত্যু হয়েছে তার। বৃহস্পতিবার রাতে আমেরিকার ইন্ডিয়ানাপোলিসে ঘটনাটি ঘটে। ইন্ডিয়ানাপোলিস বিমানবন্দর সংলগ্ন একটি বেসরকারি সংস্থার দপ্তরের সামনে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে এক ব্যক্তি। ঘটনাস্থলেই প্রাণ হারান আট জন। জখম অবস্থায় চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর।
পুলিস মুখপাত্র জেনে কুক জানান, এখনও পর্যন্ত বন্দুকবাজের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছে পুলিস। রাত ১১টা নাগাদ গুলি চালনার ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘একটি ছোট মেশিনগান ও রাইফেল নিয়ে এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি ছুড়ছিল।’ ভারতীয় বংশোদ্ভূত পারমিন্দর সিং জানান, তাঁর ভাইজির বাঁ হাতে গুলি লেগেছে। ঘটনাস্থলে একটি গাড়ির চালকের আসনে বসেছিল সে। তখনই ছুটে আসে গুলি।