নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চেয়ারকে অবমাননা করেছেন, কাটোয়ায় তোপ মমতার
শনিবার আসানসোলের নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফার্স্ট ট্র্যাক আদালত সহ বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট নেই, ধর্ষিতারা বিচার পান না। এই নিয়ে প্রধানমন্ত্রীর করা মন্তব্য ভিত্তিহীন বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের সামনে তুলে ধরেন পরিসংখ্যান। কাটোয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে তিনি জানান, ‘রাজ্যে ৮৮ ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। যার মধ্যে ৪৫ টি মহিলাদের জন্যে। বালুরঘাটে আমি তিনদিনের মধ্যে রেপ কেসের চার্জ শিট করিয়েছিলাম।’
আসানসোলের নির্বাচনী জনসভা থেকে সুজাতা মণ্ডল খাঁ’র বিতর্কিত মন্তব্য ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাটোয়ার সভা থেকে পালটা দিলেন মমতা। জানালেন, বিতর্কিত মন্তব্য করায় সতর্ক করা হয়েছে বিজেপি সাংসদের স্ত্রী সুজাতাকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘ও নিজে তফশিলি, আপনারা জানেন ভোটের দিন ওকে কীভাবে মারধর করা হয়েছে। তফসিলি হয়ে নিজেদের সম্পর্কে দু-এক কথা বলেছে। আমরা ওকে সতর্ক করেছি।’
শুক্রবার যে অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছে বিজেপি, সেটির সত্যতাও এদিন স্বীকার করে নেন মমতা। বলেন, ‘আমি কোনও অন্যায় কথা বলিনি। বডি গুলো রেখে দিতে বলেছিলাম। কারণ, ওইদিন শীতলকুচিতে ভোট ছিল। আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব ছিল না।’ এরপরই সরাসরি নরেন্দ্র মোদিকে তোপ দেগে মমতা বলেন, ‘লজ্জা করে না মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করছেন, প্রধানমন্ত্রী আপনি পদত্যাগ করুন। তদন্ত শুরু হচ্ছে, আপনাকেও ছাড়ব না।’