দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী

April 17, 2021 | < 1 min read

করোনা আক্রান্ত ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস (Paresh Ram Das)। বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। শুক্রবার করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফল পজিটিভ আসে। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তৃণমূল (Trinamool) প্রার্থী। শ্বাসকষ্ট, জ্বর, গলাব্যথা এবং গায়ে ব্যথা রয়েছে তাঁর।

৬ এপ্রিল ভোট মিটতেই হরিদ্বারের কুম্ভমেলায় যান পরেশরাম দাস। সঙ্গে ছিলেন তৃণমূলের আরও বেশ কয়েকজন নেতা-কর্মী। কুম্ভমেলা থেকে ফিরে এসে দিব্যি দলীয় কাজকর্ম করে গিয়েছেন। এমনকী ক্যানিং পূর্বের প্রার্থী শওকত মোল্লাকে নিয়ে বৃহস্পতিবার রাতে চলে যান ক্যানিং বঙ্কিম সর্দার কলেজের স্ট্রং রুমে। রাতে বেশ খানিকক্ষণ সেখানে থাকেন ২ তৃণমূল প্রার্থী।

পরেশ রামদাসের করোনা (Covid 19) আক্রান্ত হওয়ার খবর শুনে এদিন তড়িঘড়ি অনেকেই কোভিড পরীক্ষা করান। ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থীর সঙ্গে যাঁরা কুম্ভমেলায় গিয়েছিলেন বা গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসক এবং প্রশাসনের তরফ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Trinamool Congress, #covid-19

আরো দেখুন