রাজ্য বিভাগে ফিরে যান

নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর মিথ্যাচার, পরিসংখ্যান দিয়ে খণ্ডন তৃণমূলের

April 17, 2021 | < 1 min read

আসানসোলে নির্বাচনী জনসভায় এসে স্বভাবসিদ্ধভাবে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মহিলাদের সুরক্ষা, ফাস্ট ট্র্যাক কোর্ট, থেকে শুরু করে কেন্দ্রের দেওয়া রেশন চুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএম কিষান, মনরেগা প্রকল্পে মানা সব কিছু নিয়েই একের পর এক বাণে তৃণমূল সরকারকে বিদ্ধ করেন তিনি।

এবার মাঠে নামলেন তৃণমূলের (Trinamool) রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। টুইট করে প্রধানমন্ত্রীর রাজ্যসরকারের বিরুদ্ধে করা সব দাবির ধরে ধরে জবাব দিলেন তিনি। সপক্ষে দিলেন পরিসংখ্যানও।

পরিসংখ্যান দিয়ে দেখালেন অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলায় কতোটা সুরক্ষিত মহিলারা। প্রধানমন্ত্রী দাবি করেছেন রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট নেই। রাজ্যে ৮৮ টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে তার মধ্যে ৪৫ টি মহিলাদের, একথা জানিয়ে প্রধানমন্ত্রীর দাবিকে নস্যাৎ করেন সাংসদ।

তৃণমূল সরকার কেন্দ্রের পাঠানো রেশন চুরি করেছে, প্রধানমন্ত্রীর এই দাবিতে সাংসদ জানান সুফল বাংলায় কতো কম টাকায় মহামারীর সময়ও খাদ্য দ্রব্য দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যসরকার বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা বাড়িয়েছে।

পিএম কিষান প্রসঙ্গে সাংসদের উত্তর রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প আছে। যা কেন্দ্রের প্রকল্পের তুলনায় অনেকাংশে ভালো। দুই প্রকল্পের তুলনামূলক পরিসংখ্যানও দেন তিনি।

মনরেগা প্রকল্প রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছেন না, প্রধানমন্ত্রীর এই দাবিতে সাংসদ জানান, মনরেগা প্রকল্পে কেন্দ্রের রিপোর্টে বাংলা তিন বছরে সবচেয়ে ভালো কাজ করার ফলে দেশের প্রথম দুই রাজ্যের মধ্যে একটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #West Bengal Assembly Elections 2021, #Trinamool Congress

আরো দেখুন