দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত হলেন কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস

April 18, 2021 | < 1 min read

রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। ৮ দফার মধ্যে ৫ দফা ভোটগ্রহণ হয়ে গিয়েছে বাংলায়। তারমধ্যেই ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণের হার। রাজ্যে আক্রান্ত হচ্ছেন একের পর এক রাজনৈতিক দলের প্রার্থীরা। রবিবার রাজ্যে করোনা আক্রান্ত আরও এক প্রার্থী। সংক্রমিত কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas)।

গতকাল করোনায় (Covid 19) আক্রান্ত হয়ে মারা গিয়েছেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট নির্মল জানা। এর আগে সামশেরগঞ্জ, জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী এবং তৃণমূল নেতা আবদুর রহমান মারা গিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত ৭ প্রার্থী। মৃত্যু হয়েছে কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।

শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় প্রায় হাজার আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭১৩ জন হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যাও বেড়েছে রাজ্যে। দৈনিক মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। শুধুমাত্র কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ ছুঁয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Ujjal Biswas

আরো দেখুন