অমিত শাহের সাক্ষাৎকার নেওয়ার পরই কোভিড আক্রান্ত ৪ সাংবাদিক, উঠছে প্রশ্ন
নির্বাচনের বাংলা এখন প্রচারের ঝড়ের পাশাপাশি কোভিড জ্বরেও আক্রান্ত। অন্তত এরকমভাবে গোটা চিত্রটা দেখেছে রাজ্য ও দেশের সাংবাদিক মহল। বাংলার তিন তারকা সাংবাদিক, এবিপি আনন্দের সুমন দে (Suman De) ও ২৪ঘন্টার অঞ্জন বন্দোপাধ্যায় (Anjan Banerjee) ও মৌপিয়া নন্দী (Moupia Nandy) কোভিড (COVID19) আক্রান্ত। আক্রান্ত নিউজ নেশন চ্যানেলের রবি কান্তও (Ravikant)।
এছাড়াও, আক্রান্ত হয়েছেন বাংলার বিভিন্ন মিডিয়া হাউজের একাধিক সাংবাদিক, রিপোর্টার। ঘটনাচক্রে, এরা সবাই সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সাক্ষাৎকার নিয়েছেন। এবং অনেকেই নিয়মিত হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে বিজেপির মিডিয়া সেলে যাতায়াত করেন। এবং বিজেপির বিভিন্ন কর্মসূচি কভার করতে দেখা গেছে তাদের।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোভিড-এর ধাক্কা কাটিয়ে উঠেছেন একবার। ভোট ঘোষণা হওয়ার পর প্রায় ৪০ জনের ওপর নেতা, সাংসদ, মন্ত্রী নিয়ে তিনি অধিকাংশ সময় রাজ্যে পরে আছেন, অধরা বাংলাকে গেরুয়াকরণের উদ্দেশ্যে। ও দেখা গেছে যে কোভিড পসিটিভ নেতাদের সংস্পর্শে আসা নেতারা, যেমন যোগী আদিত্যনাথ, সেল্ফ আইসোলেশন না থেকে নির্বাচনী প্রচার করেছেন বাংলায়। সুতরাং নিয়মকে বুড়ো আঙ্গুল দেখছেন বিজেপি নেতারা।
এখন প্রশ্ন হচ্ছে, অমিত শাহ কী করছেন। বা করবেন। তিনিও কী সেল্ফ আইসোলেশনে যাবেন? উল্টোদিকে নিন্দুকেরা প্রশ্ন তুলছেন, সাংবাদিকদের কোভিড আক্রান্ত হওয়ার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী অজান্তে দায়ী নয় তো? হতেই পারে, তার শরীরে কোভিডের কোনও লক্ষণ না থাকলেও তিনি ক্যারিয়ার। অবশ্য ভিভিআইপিরা যেরকম সুরক্ষা বলয়ের মধ্যে থাকেন, এরকম জল্পনা ঠিক না হওয়ারই সম্ভবনা বেশি।