দেশ বিভাগে ফিরে যান

পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলে পাবে করোনা টিকা

April 19, 2021 | < 1 min read

১৮ বছর থেকেই নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) । এতদিন, ৪৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স ছিল তাঁরাই কেবল ভ্যাকসিন নিতে পারছিলেন। এবার, নতুন প্রজন্মকে দেওয়া হবে ভ্যাকসিন। বিশেষজ্ঞরা বারবার করে জানাচ্ছিল, করোনার ডবল মিউটেন্টের পর সবচেয়ে বেশি ক্ষতি করছে নতুন প্রজন্মকে। সমীক্ষা বলছে করোনায় কাবু হচ্ছে মূলত ১৫ থেকে ৪৫। অন্যদিকে ছাড় পাচ্ছে না সদ্যোজাতরাও।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বেশ কিছুদিন ধরে কেন্দ্রের কাছে আবেদন করেন, যাতে ১৮ বছরের পর থেকেই ভ্যাকসিন দেওয়া হয়। সেই পথেই হাঁটল এবার কেন্দ্র। তবে দেশ দজুড়ে ভ্যাকসিনের আকাল রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে প্রথম ডোজ পেয়ে যাওয়ার পর দ্বিতীয় ডোজ পেতে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে অনেককে। আবার প্রথম ডোজের জন্যও ডেট পাওয়া যাচ্ছে না।ভ্যাকসিন কেন্দ্রে জিজ্ঞাসাবাদ করলে তারা জানাচ্ছেন, পর্যাপ্ত ভ্যাকসিন নেই।

সবিস্তারে আসছে…  

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #corona vaccine

আরো দেখুন