ভোটের পরেই তৃণমূলে ফিরছেন মুকুল রায় ও ঘনিষ্ঠ ২ বিজেপি সাংসদ? জোর জল্পনা
২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভালো ফলাফলের পিছনে মূল কারিগর ছিলেন তিনি। শোভন চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, নিশীথ প্রামানিক, লকেট চ্যাটার্জীদের তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পিছনে মূল কারিগর ছিলেন মুকুল রায় (Mukul Roy)।
আশ্চর্যের কথা, ২০২১ বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2021) আগে বাংলায় বিজেপির প্রার্থী তালিকা তৈরির সময় নাকি তাঁর সঙ্গে আলোচনা পর্যন্ত করার প্রয়োজন বোধ করেননি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, বলে গুজব উঠেছে।
শোনা যাচ্ছে, বাংলায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তাঁর শিবিরের চাপে নাকি ক্রমাগত কোনঠাসা ও অপমানিত হয়ে চলেছেন মুকুল রায়। কিছুদিন আগে পর্যন্ত তাকে বলা হতো বাংলার রাজনীতিতে চানক্য।
তৃণমূলে থাকাকালীন মাত্র একবারই ভোটে লড়েছিলেন মুকুল। সেবার হেরে যাওয়ার পর থেকেই মমতা তাঁকে সম্মানের সঙ্গে রাজ্যসভার সাংসদ করে কখনো রেলমন্ত্রী, কখনো দেশের জাহাজমন্ত্রী করেছেন। সেই মুকুল রায়কে রাজ্যসভায়ও পাঠায়নি বিজেপি। তাকে দাঁড় করানো হয়েছে বিধানসভার ভোটে।
তাই আবার জোর গুজব উঠেছে যে ভোটের পরেই ফের তৃণমূলে ফেরার সম্ভাবনা মুকুল রায় ও মুকুল ঘনিষ্ঠ ২ বিজেপি সাংসদের।