রাজ্য বিভাগে ফিরে যান

করোনায় আক্রান্ত মমতা ঠাকুর, ভর্তি বেলেঘাটা আইডি-তে

April 20, 2021 | < 1 min read

করোনাভাইরাসে (Covid 19) আক্রান্ত হলেন বনগাঁ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর (Mamata Thakur)। রবিবার রাতে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার গাইঘাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারসভায় অংশ নিতে যাওয়ার আগে নিজের কোভিড পরীক্ষা করান মমতা । তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ আসে। ওইদিনই বনগাঁর হাসপাতালে গিয়ে পুনরায় নিজের কোভিড পরীক্ষা করালে ফের রিপোর্ট পজেটিভ আসে। দু’দফায় রিপোর্ট পজেটিভ আসার ফলে চিকিৎসকদের পরামর্শেই তাঁকে কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা । ঠাকুরনগরের মতুয়াবাড়ির অভ্যন্তরীণ রাজনীতিতে তাঁর বিপরীতে রয়েছেন দেওর মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তাঁর ছোটছেলে শান্তনু ঠাকুর বর্তমানে বনগাঁয়ের বিজেপি সাংসদ। আর বড়ছেলে সুব্রত ঠাকুর গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ২০১৯ সালের লোকসভা ভোটে পরাজিত হলেও, পারিবারিক রাজনীতির সমীকরণে মমতা এখনও তৃণমূলেই রয়েছেন। তাই মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলিতে তাঁকেই প্রচারে কাজে লাগানো হচ্ছে। তাই গত সপ্তাহে চারদিন বর্ধমান জেলার বিভিন্ন কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই মমতা সংক্রমিত হন বলেই অনুমান চিকিৎসকদের। ১৮ এপ্রিল মুখ্যমন্ত্রীর সভার জন্য গাইঘাটায় ফিরেই কোভিড পরীক্ষায় পজেটিভ হন। মমতা জানিয়েছেন, আপাতত তাঁর জ্বর নেই, কিন্তু কাশি রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #West Bengal Assembly Election 2021, #Mamata Bala Thakur

আরো দেখুন