উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

শীতলকুচির নিগৃহীত কিশোরের অবস্থা জানতে চেয়ে জেলা শাসককে চিঠি দিল শিশু অধিকার রক্ষা কমিশন

April 20, 2021 | < 1 min read

শীতলকুচিতে (Sitalkuchi) কেন্দ্রীয়বাহিনীর হাতে নিগৃহীত কিশোর অষ্টম শ্রেণীর মৃনালের বিষয়ে জানতে চেয়ে কোচবিহারের জেলাশাসককে চিঠি লিখলেন, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের সহ সম্পাদক।

তিনটি বিষয়ে জানতে চেয়ে ৫ দিনের মধ্যে জেলাশাসককে কমিশনে তথ্যসহ রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি।

কমিশনের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে,

১. কিশোরের বর্তমান অবস্থা কেমন?

২. তার চিকিৎসার জন্যে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

৩. আগামীতে এই বিষয়ে কী কী পরিকল্পনা নিয়েছেন তারা?

প্রসঙ্গত, চতূর্থ দফা ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর হাতে বেধড়ক মার খেতে হয় অষ্টম শ্রেণীর ওই ছাত্রকে। তারপর তাকে হাসপাতাল ভর্তি করেন সাধারণ মানুষ। আর ছেলেটিকে মারার ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে সেদিন শীতলকুচি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sitalkuchi, #WBCPCR

আরো দেখুন