স্কুলের দেওয়ালে ফুটে উঠছে করোনার সচেতনতামূলক বার্তা
একটা সময় ছিল যখন স্কুলের দেওয়ালে আঁকা হতো নানা জীবজন্তুর ছবি। লেখা হতো নানা ছড়া। রং তুলির সাহায্যে বইয়ের পাতার নানা বিষয় ফুটিয়ে তোলা হতো সেখানে। এবার স্কুলের দেওয়ালের ক্যানভাসে জায়গা করে নিল করোনা। এই মারণ রোগ নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নানা বার্তা তুলে ধরা হয়েছে। ছবি, ছড়া ইত্যাদির মাধ্যমে গোটা স্কুলের বিল্ডিং এখন যেন সংক্রামক রোগের সতর্কীকরণের ব্ল্যাকবোর্ড। সরকারি নির্দেশে আপাতত রাজ্যের ১৫টি স্কুলে দেওয়ালের ক্যানভাসে এইসব সচেতনতামূলক বার্তা ফুটিয়ে তোলা হয়েছে। এই কাজের জন্য স্বাস্থ্যদপ্তর থেকে স্কুলগুলিকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই বেশিরভাগ স্কুলে সংক্রামক রোগ (Covid 19) নিয়ে সচেতনতামূলক বার্তা ফুটিয়ে তোলার কাজ শেষ। শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, এতদিন সংক্রমণের বিষয়গুলি স্কুলের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার মধ্যে এবারই নতুন সংযোজন করা হয়েছে করোনা। কিন্তু এসব নিয়ে আরও ভালো করে প্রচার করা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যদপ্তরের তরফেও স্কুলের মধ্যে এইরকম প্রচারের ব্যাপ্তি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। সেইমতো প্রথমে ঠিক হয়েছিল, ক্লাসরুমের দেওয়ালে ছড়া লেখা, ছবি আঁকা ইত্যাদি করা হবে। কিন্তু তাতে সংশ্লিষ্ট ক্লাসের বাচ্চারাই সেটা দেখতে পারবে। সবাই যাতে দেখতে পায়, তার জন্য স্কুলের মূল দেওয়ালকে ব্যাবহার করা হবে বলে ঠিক হয়। উত্তর ২৪ পরগনার বিরাটি, বনগাঁ, খড়দহ, কাঁচড়াপাড়া, দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসত, পূর্ব মেদিনীপুরের দীঘা সহ একাধিক এলাকার স্কুলে এই কারুকার্য করা হয়েছে।
কী কী তুলে ধরা হয়েছে স্কুলের দেওয়ালে? কোথাও থ্যালাসেমিয়া নিয়ে খুঁটিনাটি তুলে ধরা হয়েছে। রক্তের ফোটার ছবি দিয়ে রক্তদানের মাহাত্ম্যকে বোঝানো হয়েছে। একটি স্কুলে দেখা গেল, হেপাটাইটিস এবিসিডি রোগ নিয়ে সচেতনতামূলক তথ্য লেখা হয়েছে ক্লাসরুমের বাইরের একটি দেওয়ালে। ম্যালেরিয়া রোগ কীসের থেকে হয়, শরীরের কী ক্ষতি হয় ইত্যাদি এবার চোখের সামনে দেখতে পারবে ছাত্রছাত্রীরা। এইডস নিয়েও অনেকের মনে ভ্রান্ত ধারণা রয়েছে। পড়ুয়ারা যাতে সঠিক বিষয় জেনে বাকিদের মধ্যে সেটা প্রচার করে তার জন্য ছড়া দিয়ে বিশেষ বার্তা লেখা হয়েছে একটি স্কুলের দেওয়ালে (School Wall)। এসবের পাশাপাশি এখন যে রোগ নিয়ে গোটা বিশ্ব লড়াই করছে সেই করোনা সংক্রমণ সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে স্কুলগুলিতে। করোনা পোস্টার বলে এই রোগ থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে, সেই সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে। এই মারণ ভাইরাসের ছবি দিয়ে পড়ুয়াদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি মাস্ক পরা বা স্যানিটাইজার ব্যবহার এবং ঘনঘন হাত ধোয়ার বিষয়টি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এসবের পাশাপাশি আবার অঙ্গদান নিয়েও সচেতনতামূলক বার্তা একটি স্কুলের দেওয়ালে জায়গা করে নিয়েছে। শিক্ষকদের মতে, পাঠ্যবইয়ের বাইরেও এইভাবে ছাত্রছাত্রীদের সচেতন করার উদ্যোগ ভালো। রোজ স্কুলে এসব চোখে পড়লে মনের মধ্যে গেঁথে থাকবে তাদের।