দেশ বিভাগে ফিরে যান

করোনা মোকাবিলায় মোদী সরকারের ভূমিকার ভর্ৎসনা দিল্লী হাইকোর্টের

April 21, 2021 | < 1 min read

করোনা (Covid 19) মোকাবিলায় সঠিক জায়গায় যদি সময়মত ওষুধ, অক্সিজেন বা চিকিৎসার অন্যান্য সরঞ্জাম পাঠানো না যায়, তা মানুষকে খুন করার সামিল। দিল্লী সরকারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এমনই মন্তব্য করল হাইকোর্ট (Delhi High Court)। অরবিন্দ কেজরিওয়াল সরকার অভিযোগ করেছিল, কোভিড মোকাবিলায় অক্সিজেন ও টিকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলের মধ্যে বৈষম্য করা হচ্ছে।

দিল্লীতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লী সরকারের বক্তব্য, তারা যথেষ্ট সংখ্যক অক্সিজেন সিলিন্ডার পাচ্ছে না। তার কারণ নাকি বেশিরভাগ অক্সিজেন সিলিন্ডার একটি বড় রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দিল্লী হাইকোর্ট এদিন কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করে, কোনও কারখানায় কি অক্সিজেন পাঠানো হচ্ছে? বিচারপতি বিপিন সাঙ্ঘী ও রেখা পাল্লিকে নিয়ে গঠিত বেঞ্চ মন্তব্য করে, ‘কারখানায় পরেও অক্সিজেন পাঠানো যেতে পারে। কিন্তু রোগীদের অপেক্ষা করানো যায় না। তাহলে অনেকের প্রাণ বিপন্ন হবে।’

বিচারপতিদের কথায়, গঙ্গারাম হাসপাতালে চিকিৎসকরা বাধ্য হয়ে রোগীদের কম অক্সিজেন দিচ্ছেন। কারণ হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার নেই। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২২ এপ্রিল থেকে শিল্পের প্রয়োজনে অক্সিজেন নিষিদ্ধ করা হচ্ছে। বিচারপতিদের প্রশ্ন, ‘আজ থেকেই নিষিদ্ধ করা হচ্ছে না কেন? মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। আপনারা কি রোগীদের বলবেন ২২ এপ্রিল অবধি অক্সিজেনের জন্য অপেক্ষা করুন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Delhi High Court, #covid19

আরো দেখুন