উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

‘২ মে চোখে সর্ষেফুল দেখবে বিজেপি’ আক্রমণ অভিষেকের

April 21, 2021 | 2 min read

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় সরকার গড়বে তৃণমূলই। আগামী ২ মে চোখে সর্ষেফুল দেখবে পদ্ম শিবির। মঙ্গলবার মুর্শিদাবাদে প্রত্যয়ী গলায় এ কথা জানিয়ে দিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


মুর্শিদাবাদ এখনও ‘কংগ্রেসের গড়’। অন্তত রাজনৈতিক মহলের ধারণা এমনই। তাই সেখানে দাঁড়িয়ে এদিন বিজেপির পাশাপাশি অধীর চৌধুরীকেও একহাত নেন অভিষেক। লালগোলা, রঘুনাথগঞ্জ ও রানিনগরে তাঁর জনসভায় ছিল উপচে পড়া ভিড়। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে অভিষেক বলেন, দেশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও স্বপ্ন দেখিয়ে ধোঁকা দিয়েছে মোদি সরকার। অথচ, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে সরকার পৌঁছে দিয়েছেন। রঘুনাথগঞ্জের সভায় ভিড় দেখে উচ্ছ্বসিত তিনি। জোর গলায় বলেছেন, ‘কাঠফাটা রোদ উপেক্ষা করে মা-বোনদের এই উপস্থিতিই বুঝিয়ে দিচ্ছে, তাঁরা মনস্থির করেই এসেছেন। আবারও তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চান।’


এদিন লালগোলাতেও প্রার্থী মহম্মদ আলির সমর্থনে নির্বাচনী সভায় যোগ দেন যুব তৃণমূল সভাপতি। সেখানে তিনি বলেন, কংগ্রেস-সিপিএমকে ভোট দিয়ে অধীর চৌধুরীকে শক্তিশালী করবেন না। তাতে বিজেপিরই হাত শক্ত হবে। অধীরবাবু নরেন্দ্র মোদির কথায় চলেন। মোদির সিকিউরিটি নিয়ে ঘোরেন। আর সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি একটি কথাও বলেন না। বিজেপিও তাঁর সম্পর্কে নীরব। এসবই ওঁদের পারস্পরিক বোঝাপড়া। এর পরেই অভিষেকের সংযোজন, স্বাধীনতার পর থেকে নাকি লালগোলায় কংগ্রেস কোনওদিন হারেনি। তবে এবার হারবে, কথাটা মিলিয়ে নেবেন। করোনা পরিস্থিতিতে লকডাউনের জল্পনায় উদ্বেগ দেখা যাচ্ছে বিভিন্ন মহলে। তার প্রশমন করেছেন তিনি। বলেছেন, ‘নির্বাচন শেষ হলেই লকডাউন ঘোষণা করবে কেন্দ্র। চিন্তা করবেন না, আমরা বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব।’ 


রঘুনাথগঞ্জের রাধানগর ফুলমেলার মাঠে ভিড়ঠাসা সভায় আরও আক্রমণাত্মক ছিলেন অভিষেক। তিনি সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। দিদি যতদিন আছেন, এনআরসি নিয়ে মা-বোনদের কোনও ভয় নেই। শীতলকুচির বুলেটের জবাব ব্যালটে দিতে হবে। আট দফা ভোটের নামে রাজ্যে করোনা ছড়িয়ে বেড়ানো বহিরাগতদের ভোটের টিকা দিয়ে বিদায় জানাবেন। 


এদিন তিনটি সভাতেই তৃণমূল যুব সভাপতি বেশি জোর দিয়েছেন রাজ্যের সামাজিক সুরক্ষা বিষয়ক প্রকল্পগুলির উপর। অভিষেক বলেন, এবার থেকে রেশন সামগ্রী নিতে দোকানে গিয়ে লাইন দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের দুয়ারে পৌঁছে যাবে। কিন্তু, দুঃখের বিষয় মোদি সরকার রান্নার গ্যাসের সিলিন্ডার ৯০০ টাকায় কিনতে বাধ্য করবে। এবার আপনারা সিদ্ধান্ত নিন, বিনা পয়সায় দুয়ারে রেশন চান, নাকি নরেন্দ্র মোদির ভাষণ?এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #West Bengal Elections 2021, #bjp

আরো দেখুন