টি এন সেশনের দশ ভাগের একভাগ করে দেখাক নির্বাচন কমিশন, কটাক্ষ হাইকোর্টের
‘টি এন সেশনের দশ ভাগের একভাগ করে দেখাক নির্বাচন কমিশন (Election Commission)।‘ প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারকে স্মরণ করিয়ে এঠিক এভাবেই নির্বাচন কমিশনের বর্তমান কর্তাদের বিঁধল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দেশ তথা রাজ্যে যখন আছড়ে পড়েছে করোনার সেকেন্ড ওয়েভ, সেই আবহে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রচার ও জমায়েত নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট তুলোধনা করল কমিশনকে।
এদিন প্রধান বিচারপতির এজলাসে শুনানি চলছিল। করোনার সময়ে প্রচার বন্ধের মামলায় চুড়ান্ত অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ‘কমিশনের চূড়ান্ত ক্ষমতা তাও তার কোনও ব্যবহার নেই। এই সময় টি এন সেশনের দশ ভাগের একভাগ করে দেখাক কমিশন।’ আদালতের প্রশ্ন, ‘একটা সার্কুলার দিয়ে জনগণের ওপর সব ছেড়ে দিয়েছে কমিশন। পুলিশ, ক্যুইক রেসপন্স টিম সব আপনাদের আছে। ‘তাও কেন সেসবের ব্যবহার করছেন না?’
বিচারপতি যোগ করেন, ‘সার্কুলার নয় আমরা কমিশনের কাছে পদক্ষেপ চাইছি’। আমরা অর্ডার দিতে পারছি না কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি কোর্টে নেই। যদিও একইসঙ্গে আদালত এ-ও জানিয়ে রাখে, ‘প্রয়োজনে আমরা টি এন সেশনের কাজ করব।’