কোভিড সংক্রান্ত নির্দেশিকা জারি স্বাস্থ্য কমিশনের
কোভিড (COVID19) আক্রান্তদের চিকিৎসায় বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন (State Health Commission)। বুধবার কমিশনের চেয়ারপার্সন অমিত কুমার বন্দোপাধ্যায় একটি অডিও বার্তা শেয়ার করেন। সেখানে তিনি জানিয়েছেন, সমস্ত বড় হাসপাতালের আশপাশের ক্লাব, ব্যাঙ্কোয়েট হল, স্টেডিয়াম ইত্যাদি জায়গা কোভিডকালীন পরিস্থিতির জন্য সেফ হোমে স্থানান্তরিত করতে হবে। যাতে আক্রান্তদের বেডের সংখ্যা আরও বাড়ানো সম্ভব হয়।
সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনও রোগীকে যেন বেডের অভাবে বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যেতে না হয়। করোনা আক্রান্তদের জন্য সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অডিও বার্তায় জানানো হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে সমস্ত হাসপাতালের বহির্বিভাগকে হাসপাতাল চত্বরের বাইরে স্থানান্তরের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে বহির্বিভাগের জায়গায় করোনা আক্রান্তদের জন্য আরও বেডের ব্যবস্থা করা হবে।