স্বাস্থ্য বিভাগে ফিরে যান

করোনার দ্বিতীয় ঢেউ – কী কী সতর্কতা অবলম্বন করবেন

April 22, 2021 | < 1 min read

সারা দেশে এখন প্রতিদিন দু’লক্ষেরও বেশি মানুষ একসঙ্গে আক্রান্ত হচ্ছেন। পশ্চিমবঙ্গে (West Bengal) ইতিমধ্যে মোট আক্রান্তর সংখ্যা ৬ লাখের ওপরে চলে গিয়েছে। মারা গিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় দেড় কোটি! দেড় লক্ষেরও বেশি মানুষের পরমায়ু শেষ হয়েছে। সুতরাং জনগণকে সতর্ক হতেই হবে।

চলতি বছরে, কোভিডের দ্বিতীয় ঢেউ (COVID Second Wave)-এর ধাক্কায় সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছেন কমবয়সিরা। এই বয়সের মানুষরাই বাড়ির বাইরে বের হন বেশি। অফিস কাছারিতে যান, বাজার করেন। তবে আশার কথা একটাই, সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে প্রাণহানি আগের বছরের সঙ্গে তুলনায় কম হচ্ছে। সমস্যা হল, ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করা না গেলে মৃত্যুহার বাড়বে। কারণ ভারতের মতো বিপুল জনসংখ্যাবিশিষ্ট দেশে যত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হবেন, ততই মৃত্যুর হিসেবও বাড়বে।

অসুখ হলে কী করবেন?

আগের মতোই রোগীকে অন্যান্যদের থেকে পৃথক করতে হবে।

বাড়িতে চিকিৎসা করা সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ মানুন। ওষুধ খান। অবস্থা খারাপ দেখলে হাসপাতালে নিয়ে যান।

নিজে সতর্ক হন। জমায়েত এড়ান। মাস্ক পরুন।

হাতে বারবার স্যানিটাইজার দিন। হাত ধুয়ে নিন সাবান ও জল দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে।

এভাবে নিজে সুরক্ষিত থাকুন ও পরিবারকে সুরক্ষিত রাখুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #COVID Second Wave, #India Fights Corona

আরো দেখুন