রাজ্য বিভাগে ফিরে যান

কমিশনের বিলম্বিত বোধোদয়, নিষেধাজ্ঞা জারি রোড শো, মিটিং মিছিলে

April 22, 2021 | < 1 min read

কোভিড আবহে ইলেকশন কমিশনের (Election Commission) নজিরবিহীন সিদ্ধান্ত। রোড-শো, মিছিল, সভা, নিষিদ্ধ করল কমিশন। এমনকি, করা যাবে না বাইক বা সাইকেল মিছিলও। তবে, শর্ত সাপেক্ষে দুরত্ব বিধি মেনে সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে জন সভা করা যাবে। যে সমস্ত রোড শো, মিছিলের অনুমোদন পাওয়া গিয়েছিল, সেগুলিও বাতিল  করল নির্বাচন কমিশন। আজ সন্ধে ৭ টা থেকে লাগু এই নিয়ম। 

সবিস্তারে আসছে…

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Election Commision of India

আরো দেখুন