ষষ্ঠ দফায় রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি
ষষ্ঠ দফায় রাজ্যের ৪ জেলায় ভোটগ্রহণ সম্পন্ন হল। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনও পর্যন্ত তেমন কোনও বড়সড় অশান্তির খবর সামনে আসেনি। এখনও পর্যন্ত যে সমস্ত খবরগুলি নজর কেড়েছে তার মধ্যে অন্যতম হল বীজপুরে বিজেপি প্রার্থীর উপস্থিতিতেই তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। এছাড়া, বাগদায় পুলিশকে আক্রমণ করে বিজেপি। রাজ্যের বেশ কিছু জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা এবং একপেশে ব্যবহারের খবরও সামনে আসে।
শেষ প্রাপ্ত আপডেট অনুযায়ী, রাজ্যে ষষ্ঠ দফায় ভোট পড়েছে ৭৯.০৮ শতাংশ। এর মধ্যে উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট পড়েছে ৭৭.৯০ শতাংশ, নদিয়ার ৯টি আসনে ভোট পড়েছে ৮২.৭০ শতাংশ, উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে ভোট পড়েছে ৭৬.১৯ শতাংশ এবং পূর্ব বর্ধমানের ৮টি আসনে ৮২.১৩ শতাংশ।
লাইভ আপডেট
৪:৫৪: দমদমের পাইকপাড়ায় উত্তেজনা, তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালালো কেন্দ্রীয় বাহিনী
৪:৪৫: বাগদার রণঘাটে পুলিশের ওপর আক্রমণ বিজেপির দুষ্কৃতীদের। এক পুলিশকর্মী আহত, তাঁর উর্দি ছিঁড়ে দিয়েছে বিজেপি কর্মীরা
৪:৩৬: পায়ের তলায় মাটি সরে গেলেই মানুষ তখন মারে। বীজপুর হিংসার প্রেক্ষিতে সংবাদমাধ্যমকে জানালেন সাংসদ দোলা সেন
৪:৩৪: স্বরূপনগরের ১৬৫ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, জখম তৃণমূল কর্মী
৪:৩২: পলাশিপাড়ার ধাওয়াপাড়ায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল প্রার্থী মানিক ভট্টাচার্য
৪:২২: বীজপুরে বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের উপস্থিতিতে তৃণমূলের কর্মীদের মারধর বিজেপির, তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। এলাকায় উত্তেজনা
৩:১১: উত্তপ্ত বীজপুর, প্রকাশ্যে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর, নীরব দর্শক কেন্দ্রীয় বাহিনী
৩:১০: বনগাঁয় ৭নং ওয়ার্ডে বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ
২:২৯: বনগাঁর ভিড়ায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
২:২৭: ব্যারাকপুরে ব্যাপক বোমাবাজি। অজ্ঞাত, মাস্কধারী দুষ্কৃতীদের অভিযোগ। স্থানীয়রা বলছেন, এই কাজ করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা
২:০৯: রায়গঞ্জ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের অভিযোগ বুথের দুশো মিটারের বাইরে থাকতে দেওয়া হচ্ছে না, এমনকী ক্যাম্প অফিসেও বসতে দেওয়া হচ্ছেনা তাদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগও করেছে তৃণমূল নেতৃত্ব।
২:০৭: একতরফা কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। একপেশেভাবে বিজেপির বিরুদ্ধে কোনও ব্যবস্থাগ্রহণ করছে না বাহিনী। বিক্ষোভের সময় রাজ্য পুলিশ সাহায্য করছে বলে জানালেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়।
২:০৫: কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর বিজেপির দুষ্কৃতীদের
২:০০: উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার ৭৯ বুথে তৃণমূল কংগ্রেস কর্মী কবিরুলকে বিনা প্ররোচনায় পায়ে গুলি কেন্দ্রীয় বাহিনীর
১:৫০: করোনা নিয়ে কমিশনের ভূমিকায় সন্তুষ্ট না হাইকোর্ট। “বিজ্ঞপ্তি দিয়ে দায় সেরেছে কমিশন। সার্কুলার নয় পদক্ষেপ নিক কমিশন।”
১:৪০: কৃষ্ণনগর উত্তর বিধানসভার আনন্দনগর হাইস্কুলের বুথে প্রার্থী কৌশানি মুখার্জিকে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর।
১:২৪ স্বরূপ নগর পাতুয়া লস্কর পোতায় ১৫৬ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। আহত ১
১:২০: সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত কাটাবাগান ১৫০ নম্বর বুথ মেশিন খারাপ গন্ডগোল চলছে।
১:১৬: গলসি বিধানসভার চাকতেঁতুল পঞ্চায়েতে সকাল থেকে বিজেপি কর্মীরা এলাকায় ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।
১:১৪: হাবড়ার নারায়ণপুর বিদ্যালয়ে উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। বুথের সামনে বসে পড়েছেন তিনি
১:১০: নোয়াপাড়ায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
১:০৫: করিমপুর বিধানসভার করিমপুর গার্লস হাইস্কুলে মহিলা পরিচালিত ১২০ নম্বর মডেল বুথে ভোট দিলেন সাংসদ মহুয়া মৈত্র।
১:০০: কৃষ্ণনগরে তৃণমূলের কংগ্রেসের টেন্ট ভেঙে দেওয়ার অভিযোগ
১২:৪৯: অশোকনগর বিধানসভা কেন্দ্রের ট্যাংরার ৭৯ নম্বর বুথে তীব্র উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে দুই তৃণমূল কর্মী জখম বলে অভিযোগ।
১২:৩০: অশোকনগর বিধানসভার দীঘারা মালিক বেরিয়ার ৬৯ নম্বর বুথে পঞ্চায়েত প্রধানকে সেনাবাহিনী দ্বারা হেনস্তার অভিযোগ। বিজেপি ও আইএসএফ-এর প্ররোচনায় সেনাবাহিনীর সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ।
১২:২২: ইসলামপুরের পুরাতনপল্লি প্রাথমিক বিদ্যায়লয়ের ১০১ নং বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী আবদুল করিম চৌধুরী। তার অভিযোগ ভোটগ্রহন কক্ষে পর্যন্ত আলো নেই।
১২:২০: হাবরা বিধানসভার ৬২ ও ৬৩ নম্বর বুথে ঢুকে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
১২:১০: তৃণমূলের বুথ এজেন্ট জগন্নাথ মন্ডকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে মারধর ও পাথর ছোঁড়ার অভিযোগ মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের ৯ নং বুথের বড় গ্রাম এফ পি স্কুলের বাইরের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মারধর চালায় বলে দাবি।
১২:০০: নদীয়ায় মোট ২৩টি ইভিএম-এ যান্ত্রিক সমস্যা
১১.৫১: সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোটগ্রহণ ১৬ মে, গণনা ২৬, মানুষের আপত্তিতে ভোটের তারিখ পিছিয়ে জানাল কমিশন
১১: ৫০: ভোটারদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বনগাঁ উত্তরের ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের ভিড়ে এলাকায়। ৯২, ৯৩ ও ৯৫ নম্বর বুথে ঘটেছে এই ঘটনা।
১১:৪০: উঃ দিনাজপুরের করণদিঘি এলাকার মেহেন্দাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ৩২/১৯৫ বুথে সকাল থেকেই ইভিএম খারাপ। শুরু হয়নি ভোটগ্রহণ। ঘটনাস্থলে সেক্টর অফিসার এবং টেকনিশিয়ানরা। অনেকে ভোট দিতে এসে ফিরে গিয়েছেন।
১১:৩০: জগদ্দলে নিঁখোজ তৃণমূলের ৭পোলিং এজেন্ট। অভিযোগের তীর বিজেপির দিকে।
১১:০০: হালিশহর কোনা কলোনি সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী মাধব দাসকে লক্ষ্য করে ছুরি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
১০:৫০: প্রয়াত তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর বাড়ির সামনে বোমাবাজি, নিমতার পাটনা এলাকায়।
১০:৪০: পূর্বস্থলী ১ নম্বর দোল গোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথে মকপোল হওয়ার সময় হঠাৎই নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসার ‘জয় শ্রীরাম’ বলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
১০:২৫: বুথ লেভেল অফিসারকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কলেজপাড়া এলাকার ১৫৬ নম্বর বুথে। আহতের নাম অভিজিৎ কুণ্ডু।
১০:২৩: উঃ দিনাজপুরের ইটাহারে ১১৬ এবং দক্ষিণ নমুনিয়ার ১৭১ বুথে ইভিএম খারাপ
১০:১৫: করণদিঘির গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় ৩২/২১০ নম্বর বুথে ইভিএম মেশিনে ‘বিজেপি’ লেখা থাকায় গোলমাল। প্রায় দেড় ঘণ্টা পর শুরু হল ভোটগ্রহণ। সেক্টর অফিসার আসার পরে শুরু হয় ভোটগ্রহণ। কেন ‘বিজেপি’ লেখা রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল ও নির্দল প্রার্থীর এজেন্টরা।
১০:০৪: কাঁকসা বালিকা বিদ্যালয়ের সামনে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিজেপির পতাকা টাঙানো রয়েছে বলে অভিযোগ তৃণমূলের।
১০:০২: পানাগড় ৭৭ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ থাকায় আধঘণ্টার ভোট গ্রহণ বন্ধ থাকে এবং পরে আবার ভোট গ্রহণ শুরু হয়।
১০:০১: কাঁকসার অজয়পল্লির ১৫ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ। ভোটারেরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। ইভিএম বদল করার পর শুরু হয় ভোট।
১০:০০: গলসি বিধানসভার কাঁকসার বনফুলঝোড় গ্রামের ৮ নম্বর সংসদে বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। প্রায় এক ঘন্টা পর শুরু হয় ভোট প্রক্রিয়া।
৯:৪০: পূর্বস্থলী দক্ষিণ ও উত্তর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে ইভিএম ও ভিভিপ্যাট বিকল
৯:৩৬: ভাতারের ২২৭ ও ২২৮ নম্বর বুথে তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
৯:৩৫: ক্যামেরার সামনে মুখ দেখানোর জন্য আমাকে ঘিরে বিক্ষোভ। আমি আমোদিত হয়েছি। দলের নেতৃত্বকে জবাব দিতে হবে, তাই এই বিক্ষোভ। বিজেপিকে কটাক্ষ করে বললেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী
৯:৩৩: কেতুগ্রামে ২৪২ ও ২৪৩ নং বুথে ভোটার কার্ড থাকা সত্বেও ভোট দিতে দিচ্ছে না প্রিসাইডিং অফিসার। অভিযোগ তৃণমূলের।
৯:২১: ভাতার বিধানসভার ১১১ ও ১১৩ নম্বর বুথে, পূঃ বর্ধমানের ৭১, ১১৬, ১২১ নং বুথে ইভিএম খারাপ, শুরু হয়নি ভোটগ্রহণ প্রক্রিয়া
৯:২০: বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের কেতুগ্রাম এলাকার রাজুর গ্রাম। তৃণমূলের কর্মীদের ব্যপক মারধর করেছে বিজেপি আশ্রিত বহিরাগত দুষ্কৃতীরা বলে অভিযোগ উঠছে। তৃণমূলের অভিযোগ, প্রকাশ্যে বিজেপির লোকেরা রাম দা লাঠি নিয়ে ঘুরছে। পুলিস নিরব দর্শক।
৯:১৫: কাঁচড়াপাড়ার ২২ নম্বর ওয়ার্ডে মহিলা ভোটারদের ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযুক্তদের ধরতে ছুটলেন তৃণমূল প্রার্থী
৯:০৪: তেহট্ট বিধানসভার সাধু বাজার শিশু শিক্ষা কেন্দ্রের ১৬৫ নম্বর বুথে ইভিএম খারাপ
৯:০৩: আমডাঙ্গার ১২৯ নং বুথে তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সংযুক্ত মোর্চার বিরুদ্ধে
৯:০২: খড়দহের ২২১ নং বুথে ভোটরদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৯:০১: উত্তর দমদমের ২৪৮ নম্বর বুথে ইভিএম খারাপ, ভোটগ্রহণ শুরুতে দেরি
৯:০০: পূর্বস্থলীর বিদ্যানগর গয়ারাম বিদ্যামন্দির স্কুলে ২৮ নম্বর বুথে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ও তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ।
৮.৫৫: সকাল থেকেই জেলায় জেলায় বুথের বাইরে মানুষের ভিড়। উল্লেখযোগ্য মহিলাদের উপস্থিতি। দেখুন আমডাঙার একটি বুথের চিত্র।
৮:৪০: হাবড়ায় দেহ উদ্ধার ও বোমাবাজি এবং চোপড়ায় গুলির ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট চাইল
৮:২৯: দুর্গানগর নেপালচন্দ্র হাই স্কুল ২৪৮ নম্বর বুথে ইভিএম কাজ করছে না। ভোট গ্রহণ শুরু হতে দেরি হচ্ছে বলে খবর।
৮:২৮: ভোটার কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। আধার কার্ড ছাড়া দেওয়া যাবে না ভোট। এমন দাবি করা হচ্ছে ভাটপাড়ার ৬১ ও ৩৯ নম্বর বুথে।
৮:২৬: কাটোয়া বিধানসভা কেন্দ্রের ১৩১ নম্বর বুথের ইভিএম খারাপ। ভোটের লাইনে অপেক্ষা করছেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
৮:২৪: ভাতার বিধানসভা কেন্দ্রের ১১৯ নম্বর বুথের ইভিএম খারাপ। ভোট এখনও শুরু করা যায়নি। ক্ষোভ সাধারণ মানুষের
৮:২৩: রায়গঞ্জ শহরের উকিলপাড়ার রামকৃষ্ণ স্কুলের ১২০ নম্বর বুথে ইভিএম মেশিন বিকল। ভোটারদের দীর্ঘ লাইন। তীব্র অসন্তোষ
৮:২২: গোবিন্দপুর পঞ্চায়েত ৫২ নম্বর বুথ তরুণীপুর এখনও পর্যন্ত ভোট গ্রহণ চালু হয়নি। ইভিএম খারাপ থাকায় সমস্যা।
৮:২০: ভাটপাড়ায় ২১৪ নং বুথে ইভিএম খারাপ, ভোটগ্রহণে বিলম্ব, হয়রান সাধারণ মানুষ
৮:১৫: স্বরূপনগরে ২০২ নং বুথে ইভিএম খারাপ, ভোটগ্রহণে বিলম্ব
৮:০২: বিরোধীরা অশান্তির চেষ্টা করছে, কিন্তু সফল হবে না। মানুষ প্ররোচনায় পা দেবে না, বললেন চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমান
৮:০০: ভোটের সকালে উত্তপ্ত চোপড়া, খুলিয়া গ্রামে চলল গুলি। ঘটনাস্থলে পুলিশ বাহিনী
৭:৩৩: কাঁচরাপাড়া এলাকায় তৃণমূল নেতাকে মারধর, ফাটল মাথা
৭:২৮: নির্বাচনের আগের রাতে উত্তপ্ত বনগাঁ। তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ। জখম ২ দলীয় কর্মী।
৭:২৫: ব্যারাকপুর, টিটাগড়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে, সকলে শান্তিতেই ভোট দিন, আবেদন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর
৭:২০: নিমতা ফতেল্লাপুরে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার
৭:০১: করোনা আক্রান্ত তৃণমূলের খড়দহ বিধানসভার প্রার্থী কাজল সিনহা
৭:০০ আমডাঙার ৮১ ও ৮২ নম্বর বুথ এলাকায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, উত্তেজনা