রাজ্য বিভাগে ফিরে যান

করোনা মোকাবিলায় জরুরি নম্বর প্রকাশ রাজ্য সরকারের

April 22, 2021 | < 1 min read

দৈনিক করোনা (Covid 19) সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে রাজ্যে। দৈনিক মৃত্যুও ঘোরাফেরা করছে ৬০-এর আশপাশে। এমন অবস্থায় বিশেষ আপৎকালীন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার। কোভিড আক্রান্ত রোগীদের যে কোনও প্রয়োজনে স্বাস্থ্য দফতরের ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স পরিষেবার জন্য চালু করা হয়েছে দু’টি নম্বর। পশ্চিমবঙ্গ সরকারের আপৎকালীন নম্বরটি হল ০৩৩-৪০৯০-২৯২৯। কলকাতা পুরসভার নম্বর ০৩৩-২২১৯-৭২০২/২২৪১-১২৫৫। কোভিড পরিস্থিতিতে ভিডিয়ো কল অথবা ফোনে চিকিৎসকদের পরামর্শ এবং ওষুধের জন্য ০৩৩-২৩৫৭-৬০০১ নম্বরটি দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টাই লাইনটি চালু থাকবে।

এ ছাড়াও, দিনের যে কোনও সময় কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে ফোন করা যাবে ০৩৩-২২৮৬-১২১২/১৩১৩ নম্বরে। হাসপাতালে রোগী ভর্তি করাতে চাইলে ফোন করতে হবে ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নম্বরে। ৮৩৩৫৯৮৮৮৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপেও কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid19

আরো দেখুন