ভবানীপুরে শুভেন্দুর বিশাল জনসভায় দর্শক মাত্র ৩০ জন!
শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে গিয়ে লক্ষাধিক মানুষের জনসমর্থনে ভেসেছিলেন মমতা (Mamata Banerjee)। কিন্তু সকলে তো আর মমতা ব্যানার্জী হতে পারে না। তাই মমতাকে চ্যালেঞ্জ ছুড়তে গিয়ে কার্যত হাস্যাস্পদ হতে হলো তার হাতে তৈরি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)।
নন্দীগ্রামে মমতার জনসমর্থনের জবাব দিতে ভবানীপুরে (Bhawanipur) মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে সেখানকার বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষের সমর্থনে বিশাল জনসভা আয়োজন করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু বিশাল জনসভা কভার করতে হাজির ছিলেন জনা ২৫ সাংবাদিক। জননেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা ৩১ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
শুধু দর্শকের সংখ্যা টেনেটুনে ৩০ জন। তার মধ্যে আবার ফুটপাতে থাকা জনা পাঁচেক বাচ্চাও রয়েছে। তাদের আগ্রহের কারণ শুভেন্দু অধিকারী অথবা রুদ্রনীল নয়, বিজেপির মঞ্চ সাজাতে যে বিপুল সংখ্যক বেলুন লাগানো হয়েছিল, সভা শেষ হলে সেগুলো নিয়ে খেলার আগ্রহেই দাঁড়িয়েছিল তারা।
তবে জননেতা শুভেন্দু অধিকারীর বিশাল জনসভায় এত বিপুল সংখ্যক জনসমাগম দেখে রীতিমতো আতঙ্কিত বিজেপির রাজ্য নেতৃত্ব।