শেষ দু’দফা নির্বাচন একসঙ্গে করার আবেদন জানিয়ে ফের নির্বাচন কমিশনে তৃণমূল
এর আগেও বহুবার কোভিড (Covid 19) পরিস্থিতিকে মাথায় রেখে নির্বাচনের দফা কমানোর আবেদন নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আট দফার মধ্যে আজ দিয়ে ছয় দফার নির্বাচন হয়ে গেল। বাকি আর মাত্র দুই দফা।
এই শেষ দুই দফার নির্বাচনকে একসাথে করার আবেদন করে রাজ্যবাসীর বিপদ কমানোর শেষ চেষ্টা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এমতাবস্থায় রাজ্যের নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির প্রচার, জনসভায় অতিমারীর সংক্রমণের সম্ভবনা আরও বেড়ে যাচ্ছে। তাই শেষ দুই দফার নির্বাচনকে একদিনে করার আর্জি নিয়ে নির্বাচনী আধিকারিককে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।
১০০ টা চিঠির মাত্র ৪ টির জবাব এসেছে এই বলে কমিশনকে কটাক্ষও করেন তিনি। এছাড়াও চিঠিতে আর পাঁচ রাজ্যের অনেক গুলিতেই কম দফায় ভোট হচ্ছে, কিন্তু বাংলায় প্রায় একই সংখ্যক আসন থাকা সত্ত্বেও কেন আট দফার ভোট ঘোষণা করতে হল সেই প্রশ্নও তোলেন তিনি।
সবশেষে নির্বাচনী আধিকারিকে অনুরোধ করেন যাতে রাজ্যের মানুষের স্বার্থে শেষ দুই দফার নির্বাচনকে একত্রিত করা হয়।