বাগে না আনতে পেরেই অনুব্রতর পেছনে কেন্দ্রীয় এজেন্সি? উঠছে প্রশ্ন
বীরভূমের ভোটের মুখে এবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নোটিস পাঠাল আয়কর দফতর। দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে হিসাব বহির্ভূত এবং আয়ের অধিক সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। ১ সপ্তাহের মধ্যেই ওই নোটিসের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রতর পাশাপাশি তাঁর ৪ জন আত্মীয়কেও নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। যদিও, আয়কর নোটিস এখনও পাননি বলে দাবি করেছেন অনুব্রত।
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আয় বহির্ভুত সম্মত্তির অভিযোগ জমা পড়েছিল। ৩০ এপ্রিলের মধ্যে অনুব্রত এবং তাঁর ওই ৪ আত্মীয়ের জবাব তলব করা হয়েছে। অনুব্রতবাবুকে, তাঁর যাবতীয় তথ্যের খতিয়ান, আয়-ব্যয় হিসাব, ব্যাঙ্কের নথির জমা করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল অষ্টম দফায় ভোট বীরভূমে। তার আগে অনুব্রত মণ্ডলকে এই নোটিস যথেষ্ট তাৎপর্যবাহী বলেই মনে করা হচ্ছে।
ভোটের আগে তৃণমূলের দলের নেতাদের বিরুদ্ধে ইডি, সিবিআই বা এনআইএ’র সক্রিয় হয়ে ওঠা নিয়ে বহুবার তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে৷