লকডাউনে বান্ধবীর সাথে দেখা করতে চেয়ে টুইট, অভিনব উত্তর মুম্বই পুলিশের
মহারাষ্ট্রে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হতেই একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। অতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে পা না রাখার আর্জি জানিয়েছে মুম্বই পুলিস। কিন্তু, প্রেম কি আর নিয়মের বেড়াজালে আটকে থেকেছে কখনও? তাই বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার মরিয়া চেষ্টা করতে গিয়ে খোদ পুলিসের কাছেই উদ্ভট আর্জি জানিয়ে বসল প্রেমিক। পাল্টা পুলিসও তার উত্তর দিয়েছে কৌতূকের মোড়কে। ট্যুইটারে বিষয়টি ভাইরাল হতেই মুম্বই পুলিসের (Mumbai Police) রসবোধের প্রশংসা করেছেন নেটনাগরিকরা।
সংক্রমণে (Covid 19) লাগাম টানতে বর্তমানে মুম্বই সহ রাজ্যের বেশ কিছু অংশে ১৪৪ ধারা জারি করেছে মহারাষ্ট্র সরকার। রাস্তায় যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করতে মুম্বই পুলিসও অত্যবশ্যকীয় এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিতে বিশেষ রংয়ের স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে। স্টিকার না থাকলে বা যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারলেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই নয়া নিয়ম প্রসঙ্গেই অশ্বিন বিনোদ নামের এক যুবক ট্যুইটারে মুম্বই পুলিসের কাছে জানতে চান, ‘বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য গাড়িতে কোন স্টিকার লাগাব আমি? ওকে খুব মিস করছি।’ যার জবাবে মুম্বই পুলিসের তরফে লেখা হয়, ‘আমরা বুঝতে পারছি এটা আপনার জন্য খুবই দরকারি। কিন্তু, দুর্ভাগ্যবশত এই বিষয়টি আমাদের জরুরি পরিষেবাগুলির তালিকায় পড়ে না। দূরত্ব হৃদয়ের টান বাড়ায়। আর এই মুহূর্তে আপনাকে সুস্থও রাখবে।’ ফুটনোটে পুলিস আরও জানায়, ‘আমরা আপনাদের আজীবন একসঙ্গে থাকার প্রার্থনা করছি। এই সময় দ্রুত কেটে যাবে।’ স্বাভাবিকভাবেই পুলিসের এই যথাযথ উত্তরের প্রশংসা করেছেন নেটিজেনরা। এক জনৈক ট্যুইটার ব্যবহারকারী মুম্বই পুলিসকে ট্যাগ করে লিখেছেন, ‘এই কঠিন সময়ে এমন কৌতূকপূর্ণ মুহূর্তগুলির খুব দরকার। ধন্যবাদ মুম্বই পুলিস।’
বিনোদের মতোই সন্দীপ চৌহান নামে আর এক যুবক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কোন স্টিকার লাগাবেন, তা জানতে চেয়েছিলেন। তার উত্তরও দারুণভাবে দিয়েছে পুলিস। তারা লিখেছে, ‘কোভিড কালে আপনার সচেতনতাকে যে সম্মান করবে, সেই আপনার প্রকৃত বন্ধু। আমরা নিশ্চিত এই বিষয়ে আপনার বন্ধুও একমত হবেন। দয়া করে বাড়িতেই থাকুন। খামোকা আপনার সঙ্গে ঝামেলায় জড়াতে চাই না আমরা।’