দেশ বিভাগে ফিরে যান

বেঁচে আছেন সুমিত্রা মহাজন, থারুরের ভুয়ো টুইটে ছড়ালো চাঞ্চল্য

April 23, 2021 | < 1 min read

প্রাক্তন লোকসভার স্পিকার কী বেঁচে আছেন?‌ জাতীয় রাজনীতির অলিন্দে রাতভর ঘোরাফেরা করল এই প্রশ্ন। কারণ বৃহস্পতিবার রাতে হঠাৎ তাঁর মৃত্যুর খবর চাউর হয়ে যায়। কংগ্রেস নেতা শশী থারুরের (Shashi Tharoor) একটি টুইট এই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় সকলকে। টুইটে তিনি লেখেন, ‘‌লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সুমিত্রা মহাজনের (Sumitra Mahajan) প্রয়াণে আমি মর্মাহত। তাঁর সঙ্গে সংসদের অনেক স্মৃতি ভিড় করে আসছে। বিশেষত যখন বর্ষীয়াণ সাংসদ সুষমা স্বরাজ এবং সুমিত্রা মহাজন আমায় মস্কোতে ব্রিকস সম্মেলনে সংসদের প্রতিনিধি হিসেবে যাওয়ার কথা বলেছিলেন। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি আমার সমবেদনা রইল।’‌

তবে সুস্থই রয়েছেন সুমিত্রা মহাজন। সশরীরে বেঁচেও আছেন। কংগ্রেস সাংসদ শশী থারুরের দাবি উড়িয়ে দিয়ে এই তথ্যই জানানো হয়েছে মধ্যপ্রদেশ বিজেপির পক্ষ থেকে। শশীর এই দাবি সম্পূর্ণ ভুল। নিজের ভুল স্বীকার করেছেন তিনি। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ঘটনা। স্থিতিশীল আছেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। যখন গোটা দেশে এই খবর নিয়ে হইচই পড়ে গিয়েছে তখন নিজের টুইট ডিলিট করে থারুর লেখেন, ‘‌খবরটি জানতে পেরে স্বস্তি বোধ করছি।’‌

বিজেপি সূত্রে খবর, মুম্বইয়ের একটি হাসপাতালে হালকা জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন সুমিত্রা মহাজন। তবে শারীরিকভাবে উদ্বেগজনক কোনও অবস্থায় তিনি নেই। ইন্দোরের প্রাক্তন সাংসদের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আগামী এক–দু’দিনের মধ্যে তাঁকে ছুটিও দিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। টুইট করে সুমিত্রা মহাজনের সুস্থতার খবর দিয়েছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। ঈশ্বর তাঁকে দীর্ঘায়ু করুন এই কথা লিখেছেন টুইটে।

TwitterFacebookWhatsAppEmailShare

#sumitra mahajan, #fake, #shashi tharoor

আরো দেখুন