রাজ্য বিভাগে ফিরে যান

শুভেন্দুর দায়িত্বে থাকা চোপড়ার ২৫০ বুথে এজেন্ট ছিল না কেন? জল্পনা বিজেপিতেই?

April 24, 2021 | < 1 min read

ষষ্ঠ দফার নির্বাচনে উত্তর দিনাজপুরের চোপড়ার ৩৫০ বুথের মধ্যে ২৫০ বুথেই নিজেদের এজেন্ট বসাতে পারেনি বিজেপি জেলা নেতৃত্ব।প্রসঙ্গত এর আগে রাজ্যে দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামের ভোট গ্রহণের সময় নন্দীগ্রামে প্রায় শতাধিক বুথে কোন বিজেপির এজেন্ট পৌঁছাতে পারেননি শুভেন্দু অধিকারী। এমনকি তার নিজের গড় বলে পরিচিত দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে বিজেপির (BJP) এজেন্ট ছিল না সমস্ত বুথে।

এবারে উত্তর দিনাজপুরের চোপড়াসহ জেলার আরো বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে অসংখ্য বুথে এজেন্ট খুঁজে পায়নি বিজেপি নেতৃত্ব। অথচ তৃণমূলে থাকাকালীন গত লোকসভা নির্বাচনেও তৃণমূলের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিজেপির রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ের সময় শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি করেছিলেন তৃণমূলে থাকাকালীন তিনি যে সমস্ত জেলায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন, এবারও যেন সেগুলির দায়িত্ব তাঁকেই দেওয়া হয়।

শুভেন্দুর কথায় ভরসা রেখে বিজেপির রাজ্য নেতৃত্ব তাকে বারে বারে উত্তরদিনাজপুর সহ উত্তরবঙ্গের বেশকিছু বিধানসভা এলাকায় হেলিকপ্টারে করে প্রচারে পাঠানোর পাশাপাশি বুথ স্তরে এজেন্ট খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিল। কিন্তু শুধুমাত্র চোপড়া বিধানসভার প্রায় ৮৫ শতাংশ বুথে এজেন্ট দিতে না পারার খবর রাজ্য নেতৃত্তের কাছে পৌঁছানোর পরে তীব্র অস্বস্তি শুরু হয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে জবাবদিহি করার জন্য। বাংলায় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বিজেপি নেতারা ইতিমধ্যেই বিজেপির বাংলা নেতৃত্ব এবং জেলা নেতৃত্তের কাছে এর জবাবদিহি চেয়েছে অবিলম্বে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #West Bengal Assembly Elections 2021

আরো দেখুন