করোনায় মৃতদের দেহ সৎকার নিয়ে নির্দেশিকা জারি রাজ্য প্রশাসনের
করোনায় (Covid 19) মৃতদের দেহ সৎকারের সময় বিভিন্ন ধর্মের প্রয়োজন অনুযায়ী নিয়ম-নীতি মেনে যেন সৎকার করা যায়। সেই মর্মে গতকাল, শুক্রবার ১৭ দফার নির্দেশিকা জারি করল রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত পুরোহিত, ইমাম এবং খ্রীস্টান ধর্মযাজকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
অনেক সময় করোনায় মৃত্যু হওয়া রোগীর দেহ দীর্ঘদিন পড়ে থাকছে। ঘুষ চাওয়ার অভিযোগ উঠছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, গ্রাম বাংলা থেকেও এই ধরনের অভিযোগ আসছে। তাই সেই সব অভিযোগের সমাধান করতে এবার আসলে নামল পুর ও নগরউন্নয়ন দপ্তর। কোভিডে আক্রান্ত মৃতদের সৎকার প্রক্রিয়া মসৃণ করতে গত বছরও নির্দেশিকা জারি হয়েছিল। কিন্তু শেষকৃত্যের সময় রীতি মেনে ধর্মীয় প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তথ্যপঞ্জি তৈরির কথা এর আগে বলা হয়নি।
নতুন নিয়মে জানানো হয়েছে, মৃত্যুর তিন ঘণ্টার মধ্যে সৎকার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। দেহ সৎকার হওয়া মাত্রই ডেথ সার্টিফিকেট ইস্যু করা আবশ্যক। সৎকারের সময় প্রতিটি পুরসভায় একজন করে নোডাল অফিসার উপস্থিত থাকবেন। কোন পুরসভায় নোডাল অফিসার কে রয়েছেন সেটি বিজ্ঞাপন দিয়ে জানানো হবে প্রশাসনের পক্ষ থেকে। বাড়িতে কোনও করোনা রোগীর মৃত্যু (Death) হলে, শেষকৃত্যের প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব স্থানীয় পুরসভার।
জানানো হয়েছে, সৎকারের জন্য উৎকোচ দেওয়ার কোনও প্রয়োজন নেই। দেহ সৎকারে পুলিসের কাছ থেকে কোনও অনাপত্তি পত্রও নিতে হবে না। শেষকৃত্যের সময় মৃতের পরিবারের মোট পাঁচজন সদস্য হাজির থাকতে পারবেন। দেহ সৎকার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকেই মাস্ক এবং পিপিই কিট দিতে হবে। এছাড়া প্রতিটি পুরসভাকে জানানো হয়েছে, এলাকার আর কোন কোন স্থানে শ্মশান, কবরস্থান তৈরি করা যায় সেই বিষয়ে নজর দিতে।