কলকাতা বিভাগে ফিরে যান

অক্সিজেন সরবরাহে বিশেষ করিডোর, ঘোষণা কলকাতা ট্রাফিক পুলিশের

April 24, 2021 | < 1 min read

করোনা পরিস্থিতিতে আরও একবার সামনে এল কলকাতা পুলিশের (Kolkata Police) মানবিক রূপ। স্বাস্থ্য দপ্তরের সাথে কাঁধে কাঁধ মেলাল ট্রাফিক পুলিশ।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে টুইট করে জানান হয়েছে, হাসপাতাল এবং অক্সিজেন সরবরাহকারী সংস্থা সহ কারও যদি অক্সিজেন ট্যাংকার বা সিলিন্ডার কলকাতার মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার প্রয়োজন হয়, তাহলে যেন তারা ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগ করেন। যাতে দ্রুত অক্সিজেন পৌঁছনো যায় তার জন্যে বিশেষ করিডোরের ব্যবস্থা করবে ট্রাফিক পুলিশ ।

যোগাযোগ করার দুটি নম্বরও দেওয়া হয় সেই টুইটে। নম্বর দুটি হল, ০৩৩-২২৫০-৫০৯৬ এবং ০৩৩-২২১৪-৩৬৪৪।

করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের জন্যে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অক্সিজেন (Oxygen) আসতে দেরি হওয়ায় অনেক সময়েই রোগীর প্রাণ সংশয় হচ্ছে। এমতাবস্থায় কলকাতা পুলিশের এই ঘোষণায় একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন শহরবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Police, #oxygen

আরো দেখুন