রাজ্য বিভাগে ফিরে যান

এখনই বন্ধ হোক বাংলা থেকে অন্যত্র অক্সিজেন রফতানি, কেন্দ্রকে চিঠি নবান্নের

April 24, 2021 | < 1 min read

পশ্চিমবঙ্গ থেকে ভিনরাজ্যে অক্সিজেন রফতানি না করার জন্য কেন্দ্রকে আবেদন জানাল রাজ্য সরকার। চিঠি দিয়ে এই আবেদন করা হয়। দেশজুড়ে সংক্রমণ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। রাজ্যেও পরিস্থিতি একই। তাই অক্সিজেনের বিশাল চাহিদার কথা মাথা রেখেই রাজ্যের তরফে কেন্দ্রের কাছে এই আবেদন জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতরের তরফে চিঠিতে উল্লেখ, পশ্চিমবঙ্গে যে হারে করোনা (Covid 19) ছড়াচ্ছে তাতে আগামী সপ্তাহ থেকেই রাজ্যে রোজ ৪৫০ টন অক্সিজেন দরকার হবে। এই পরিস্থিতিতে রাজ্য থেকে রোজ ২০০ টন অক্সিজেন নিয়ে গেলে পশ্চিমবঙ্গে অক্সিজেনের সংকট তৈরি হবে। তাই আপাতত এ রাজ্য থেকে অক্সিজেন রফতানি বন্ধ রাখা হোক।
পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন ২০০ টন অক্সিজেন ভিনরাজ্যে পাঠানো হবে। করোনায় যেসব রাজ্যে অক্সিজেন সংকট চলছে যে রাজ্যগুলিতে রফতানি হবে অক্সিজেন। গত বুধবার কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠিতে এই তথ্য জানানো হয়েছিল

এদিন ভার্চুয়াল প্রচারেও বাংলা থেকে কেন্দ্রের বিরুদ্ধে অক্সিজেন রফতানি নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারতে চাইছে। অক্সিজেন দিচ্ছে না। তারউপর বাংলার অক্সিজেন সাপ্লাই চেন সেল উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে। দরকার লাগলে নেবে, কিন্তু আগে দেখতে হবে তো এরাজ্যের কী অবস্থা। তা দেখা হচ্ছে না।’

মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘এই মুহূর্তে আমাদের কাছে ২০ হাজার সিলিন্ডার মজুত রয়েছে। আমরা রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন পুরোটা নিয়ে নিয়েছি। শিল্পের কাজে ব্যবহার করার অক্সিজেন এবার স্বাস্থ্যে ব্যবহার করা হবে।’ যদিও অক্সিজেনের (oxygen) অভাবে শুক্রবার সকাল থেকে কলকাতা সহ বাংলায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #oxygen

আরো দেখুন