বিবিধ বিভাগে ফিরে যান

ভয়াবহ কোভিড পরিস্থিতে কেন আইপিএল? প্রশ্ন তুললেন অ্যাডাম গিলক্রিস্ট

April 25, 2021 | < 1 min read

ভারতে শুরু হয়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। তার মধ্যেই চলছে আইপিএল (IPL 2021)। এবার তা নিয়েই প্রশ্ন তুলে বিতর্ক উস্কে দিলেন অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)। টুইট করে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার লেখেন, ‘বর্তমানে ভারতে কোভিড পরিস্থিতি খুব খারাপ। এই অবস্থায় আইপিএল চলছে। এটা কি ঠিক? নাকি এই কঠিন পরিস্থিতিতে এটাই ভারতবাসীকে কিছুটা স্বস্তি দিচ্ছে? যেটাই হোক ভারতবাসীর জন্য আমার শুভ কামনা।’

গিলক্রিস্টের এই মন্তব্য ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটমাধ্যমে। কোভিডের কারণে অনেক জায়গাতেই নাইট কার্ফু চালু করতে হয়েছে নতুন করে। অনেক জায়গাতেই মৃত্যু মিছিল চলছে। তার মধ্যেও ক্রিকেট চলছে দেশে। অনেকে এই নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকে আবার বলছেন হাজার খারাপ খবরের মাঝে ক্রিকেট কিছুটা আনন্দ দিচ্ছে মানুষকে।

বেশকিছু নেটাগরিক গিলক্রিস্টের প্রশংসা করে বলেন, ভারতের কোনও ক্রিকেটার এই ব্যাপারে মুখ খোলার সাহস না পেলেও গিলক্রিস্ট পেরেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Adam Gilchrist, #covid-19, #IPL 2021

আরো দেখুন