কলকাতায় প্রতি দ্বিতীয় আরটিপিসিআর টেস্ট রিপোর্ট পজিটিভ
করোনা (Covid 19) ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। ব্যতিক্রমী নয় বাংলাও। রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন, মৃত্যু হয়েছে ৫৯ জনের । রাজ্যে সুস্থতার হার ৮৭.৩৩ শতাংশ।
এরই মধ্যে চাঞ্চল্য এবং উদ্বেগ বাড়াচ্ছে একটি তথ্য। কলকাতায় প্রতি দ্বিতীয় আরটিপিসিআর (RTPCR) টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে। রাজ্যের বাকি অংশে আরটিপিসিআর টেস্টের রিপোর্টে দেখা যাচ্ছে প্রতি চারজনের মধ্যে একজন করোনায় আক্রান্ত। হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা পাঁচ গুণ বেড়ে গেছে। চলতি মাসের শুরুতেই প্রতি ২০ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসছিল।
এক ডাক্তারের মতে, কিছুদিন আগেই যেখানে আক্রান্তের হার ছিল ৫%, এখন কলকাতায় তা ৪৫%- ৫৫% এবং বাকি রাজ্যে ২৪%। রাজ্যের এক সরকারি হাসপাতালের প্রবীণ ডাক্তারের মতে এটি হিমশৈলের চূড়া মাত্র। আসল আক্রান্তের সংখ্যা এর থেকে কয়েক গুণ বেশি। উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত বহু মানুষ আছেন, যারা আক্রান্ত কিন্তু বুঝতে পারছেন না, আর তাই পরীক্ষাও করাচ্ছেন না।
বিগত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতেই (Kolkata) করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭০ জন, মৃত্যু হয়েছে ২০ জনের। আশার কথা, রাজ্যে গত ১ দিনে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫৮৪ জন। স্বাস্থ্য দপ্তরের সূত্র মতে, কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা আগে থেকেই বেশি ছিল। কিন্তু বর্ধমান, মালদা এবং মুর্শিদাবাদের অবস্থাও আশঙ্কাজনক হচ্ছে।