রাজ্য বিভাগে ফিরে যান

কোভিড মোকাবিলায় রাজ্যকে সমর্থন সংযুক্ত মোর্চার

April 25, 2021 | 2 min read

মারণ কোভিডের (Covid 19) দ্বিতীয় ঢেউ ঠেকাতে এবং দুঃসময়ে আক্রান্তদের চিকিৎসার স্বার্থে কেন্দ্রের পাশাপাশি রাজ্যের সরকারও আগাম প্রয়োজনীয় পদক্ষেপ করেনি। তবে তা মনে করলেও বর্তমান পরিস্থিতিতে এই সঙ্কট মোকাবিলায় রাজ্যের পাশে থাকার বার্তা দিল শাসক বিরোধী সংযুক্ত মোর্চা (united front)। শনিবার নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করে মোর্চার নেতৃত্ব এমনই আশ্বাস দিয়েছে। দ্বিতীয় দফার ঢেউ আছড়ে পড়ার পর কোনও রাজনৈতিক দল বা মঞ্চ হিসেবে বাম-কংগ্রেস-আইএসএফ নিয়ে গঠিত এই মোর্চাই প্রথম আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে মুখোমুখি দরবার করল। বিধানসভার নির্বাচন চলার মধ্যে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিন মোর্চার তরফে বিমান বসু, প্রদীপ ভট্টাচার্য, সিমল সোরেন, রবিন দেব, মনোজ ভট্টাচার্য, প্রবীর দেব প্রমুখ নেতৃবৃন্দ নবান্নে যান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তাঁদের সঙ্গে আধ ঘণ্টার বেশি সময় ধরে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আলাপনবাবুরা। একদিকে রোগীদের শুশ্রূষায় প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, হাসপাতালের শয্যার অভাব, অন্যদিকে প্রতিষেধক টিকার অপ্রতুলতার প্রসঙ্গই মূলত উঠে আসে এদিনের আলোচনায়। লিখিত স্মারকলিপির পাশাপাশি মৌখিকভাবেও বিমানবাবুরা এব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারের আগাম প্রস্তুতির ক্ষেত্রে চরম গাফিলতির কথা তুলে ধরেন। তবে একই সঙ্গে বর্তমানে নবান্ন যেভাবে যুদ্ধকালীন তৎপরতা দেখিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে তারও তারিফ করেন মোর্চার নেতারা। অক্সিজেন, ওষুধ ও টিকা নিয়ে কেন্দ্রকে চাপ দেওয়ার জন্য মুখ্যসচিব বিশেষভাবে অনুরোধ জানান কংগ্রেস সাংসদ প্রদীপবাবুকে। প্রদীপবাবু প্রত্যুত্তরে সেই দায়িত্ব পালনের প্রতিশ্রুতিও দেন রাজ্যের স্বার্থে।

বৈঠকের পর নবান্ন চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমানবাবু-প্রদীপবাবুরা বলেন, আলোচনা খুব ইতিবাচক হয়েছে। এটা ঠিক, আগাম সতর্কবার্তা থাকা সত্ত্বেও কেন্দ্র বা রাজ্য সরকার প্রয়োজনীয় প্রস্তুতি না নিয়ে যথেষ্ট গাফিলতি করেছে। তবে বর্তমানে রাজ্য বেশ কিছু পদক্ষেপ করছে বলে জানিয়েছে। আমরা গত বছরও মানুষের স্বার্থে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। এবারেও তার ত্রুটি থাকবে না। একই সঙ্গে বিধি মেনে মানুষকে সচেতন করতে আমরা রাস্তায় নেমে প্রচার-আন্দোলনও করব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #covid19, #united front

আরো দেখুন