শান্তিপূর্ণ নির্বাচনের সপ্তমী, ভোট দিলেন মমতা
সপ্তম দফায় শান্তিপূর্ণভাবেই ভোট হল রাজ্যের পাঁচ জেলায়। সকাল থেকে বড় কোনও অশান্তির ঘটনা সামনে আসেনি। ভোটও পড়েছে স্বাাভাবিক ছন্দেই। বিকেল ৫টা পর্যন্ত সব মিলিয়ে ৫ জেলায় _ শতাংশ ভোট পড়েছে বলে জানাচ্ছে নির্বাচন কমিশনের ‘ভোটার টার্ন আউট’ অ্যাপ।
সোমবার কলকাতার প্রথম দফার ভোট ছিল। ১১টি আসনের মধ্যে দক্ষিণ কলকাতার ৪টি আসন ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ এবং কলকাতা বন্দরে বিকেল ৫টা পর্যন্ত ৬০.০৩ শতাংশ ভোট পড়েছে। বাকি ৫ জেলার মধ্যে সবচেয়ে কম ভোটের হার কলকাতাতেই। আর বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে। ১১টি কেন্দ্রে শতাংশ ভোট পড়েছে এই জেলায়। এছাড়া, মালদহে ৭৮.৭৬ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৮০.২৫ শতাংশ এবং পশ্চিম বর্ধমানে ৭০.২৪ শতাংশ ভোট পড়েছে বিকেল ৫টা পর্যন্ত।
দেশে এবং রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির আবহে ভোটারদের বুথে হাজিরা নিয়ে কিছুটা সংশয় থাকলেও সোমবার দেখা যায় স্বাভাবিক ছন্দেই ভোট দান হয়েছে সকাল পর্যন্ত।
লাইভ আপডেট
৫:৫৫: ভোটের শেষবেলায় মালদহে অশান্তি। মালতীপুরে তৃণমূলের এজেন্টের উপর হামলার অভিযোগ।
৫:৫০: আসানসোল দক্ষিণে কেন্দ্রীয় বাহিনীর দাদাগিরি। তৃণমূল কর্মীদের ওপর বিনা কারণে লাঠিচার্জ বাহিনীর।
৫.০৫ বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ৭৫% ভোটদান
৪.০৬ঃ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখালেন ‘ভিকট্রি’ সাইন
৩:০০: বেলা ৩টে পর্যন্ত বাংলায় ৬৭% ভোটগ্রহণ
৩:০০: ভোট দিলেন তৃণমূল সাংসদ দেব।
২:৪০: দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র এলাকার ২২ নম্বর ওয়ার্ডে তৃণমলের ক্যাম্প অফিস ভাঙচুর ও তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
২:৩৭: নবগ্রামের ৫৬ নম্বর বুথে মহিলা ভোটারদের হয়রানির অভিযোগ বিজেপির বিরুদ্ধে
২:৩৫: সুতির ২০৮ নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
২:৩৩: মালদহের হবিবপুর বিধানসভার ২২২ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলে অভিযোগ তৃণমূলের অভিযোগ।
২:৩০: পরিবারের সদস্যরা ভোট দিলেও ভোট দিলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
১:৩৫: পান্ডবেশ্বরের লাউদোহা ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের ২১৭ নং বুথে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ওই বুথের দলের এজেন্ট বিশ্রামের জন্য বাইরে বেরিয়ে এলে অপর একজন এজেন্ট (রিলিভার) বুথে ঢুকতে যায়। বাহিনীর জওয়ানরা তাঁকে বুথে ঢুকতে বাধা দেয়। ওই এজেন্টকে নিয়ে ফের বুথে বসাতে গেলে জওয়ানরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তিনি মারাত্মক জখম হন। ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীকে মারধর করায় সরব হন পান্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে তৃণমূল দাবি করেছে।
১:৩০: রানিনগরের পাহাড়পুর পঞ্চায়েতের মুক্তারপুর আদর্শ বিদ্যাপীঠ থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
১:১৮: মালদহের গাজোলে ১৯০ নং বুথে ইভিএমে সমস্যা, বন্ধ ভোটগ্রহণ
১:০৬: ভোট দিলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়
১:০৫: ভবানীপুর কেন্দ্রের ৭৪ নম্বর ওয়ার্ডে শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে ঢুকতে দেওয়া হয় প্রার্থীকে
১:০০: দুপুর ১টা পর্যন্ত বাংলায় ৫৫% ভোটদান
১:০০: বরাবনির ১৫৪ নং বুথে তৃণমূলের এজেন্টকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
১২:৪৩: দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত ৬৯ নম্বর বুথে বিদ্যাসাগর স্কুলে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলল তৃণমূলের মহিলা কর্মীরা।
১২:৩০: মুর্শিদাবাদের গুধিয়ার ভোটের লাইনে টাকা বিলি। অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। ঘটনায় রিপোর্ট চাইল কমিশন।
১২:২০: কমিশনের নির্দেশ সত্ত্বেও তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। উঠছে প্রশ্ন
১২:১৫: সাগরদিঘি বিধানসভার ১৩০ নম্বর বুথে কড়াইয়া গ্রামে অতি সক্রিয়তার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পোলিং বুথ থেকে প্রায় ছশো মিটার দূরে একটি ধর্মীয় স্থানে কেন্দ্রীয় বাহিনী হামলা চালায়। ফেলে দেওয়া হয় ইফতার সামগ্রী। মারধর করা হয় বেশ কয়েক জনকে।
১২:০৯: রানিনগরে কোন্নগরের ২১৬ নম্বর বুথ অঞ্চলে তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর কেন্দ্রীয় বাহিনীর
১২:০৮: হরিশচন্দ্রপুর বিধানসভায় ১৬৩ ও ১৬৪ নং বুথে ভোটারদের ভয় দেখিয়ে ভোট না দেওয়ার হুমকি দিল বিজেপির দুষ্কৃতীরা।
১২:০২: ফারাক্কা বিধানসভা কেন্দ্রের ২১৭ আর ২১৮ নং বুথে ঢুকতে বাধা তৃণমূল প্রার্থীকে
১২:০০: মালদা জেলার চাঁচলে ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, অভিযুক্ত বিজেপি
১১:৩৮: দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত মলানদিঘি এলাকায় তৃণমলের কার্যালয়ে ঢুকে তৃণমূল কর্মীদের মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
১১:৩৭: মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের ১২৭-১৩০ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
১১:৩৬: রানিনগরে ২১৬ নম্বর বুথে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
১১:৩৫: বুথের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার রাসবিহারী বিজেপি প্রার্থী সুব্রত সাহার নির্বাচনী এজেন্ট।
১১:১০: রানিনগর ২ ব্লকে কোমনগর ২১৬ নম্বর বুথ থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
১১:০৫: জামুরিয়া বিধানসভা কেন্দ্রের শালডাঙ্গায় সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর
১১.০০ঃ সকাল ১১টা পর্যন্ত বাংলায় ৩৮% ভোটদান
১১:০০: মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের ১৭৩, ২০৫ ও ১১২ বুথে ইভিএম বিকল, বন্ধ ভোটগ্রহণ
১০:৪০: ভোটারদের স্লিপ, পরিচয়পত্র কেড়ে নিচ্ছে সংযুক্ত মোর্চার প্রার্থী, অভিযোগ কলকাতা বন্দর বিধানসভার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের
১০.৩৩ঃ আসানসোল দক্ষিণ বিধানসভার রানিগঞ্জের ২৩৮ নম্বর বুথে তৃণমুলের বুথ অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
১০:২৩: মালদহের হবিবপুর বিধানসভার পাকুয়াহাট রাখাল পুকুরের ৭৪ নম্বর বুথে ইভিএম বিভ্রাটের কারণে এদিন ৮.৪০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি। পরে নতুন মেশিন এনে ভোটগ্রহণ শুরু হয়।
১০:২২: লালগোলা বিধানসভার ৫০ নম্বর বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে
১০:২১: চাঁচলে তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
১০:২০: ফারাক্কার কাঞ্চনতলায় তৃনমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
১০:১৬: আসানসোল উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ
১০:১২: বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও দেবাশীষ কুমারকে বারবার বুথে ঢুকতে বাধা, চাপের মুখে শোকজ কমিশনের
১০:০১: মালদহের হরিশ্চন্দ্রপুরে ১৬৩ ১৬৪ কমলাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের।
১০:০০: মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিয়াজুদ্দিন খানের বিরুদ্ধে ভোটার লাইনে মাস্ক বিলির অভিযোগ ওঠে। অভিযোগ, ভোটারদের প্রভাবিত করে ভোট চাইছিলেন তিনি।
৯:৫৯: মালদহ জেলার ছয় বিধানসভা কেন্দ্রের মোট ৫৭টি বুথে ইভিএম ‘অকেজো’। অভিযোগ তৃণমূলের।
৯:৫৮: ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের পলাশ বাটির ৮৭ নম্বর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ।
৯:৫৬: আসানসোল দক্ষিণে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
৯:৫৫: মালদার মালতীপুরে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, জখম এক তৃণমূল কর্মী
৯:৫৪: বালুরঘাটে খাঁ খাঁ করছে বিজেপির ক্যাম্প অফিস। দেখুন ছবি
৯:৪০: পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর বিধানসভার ২২,৮২,৮৭ নম্বর বুথে বিকল ইভিএম
৯:৩৯: পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের ১৬৭ ও ১৬৮ নম্বর বুথে প্রবীণ নাগরিকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
৯:৩৮: মুর্শিদাবাদ বিধানসভার ১৮৩ নম্বর বুথ, লালবাগের ১০৫ নম্বর বুথ, লালগোলার ১৩৫ ও ১৩৬ নম্বর বুথ, ভগবানগোলা বিধানসভার ১৩৮ নম্বর বুথে ইভিএম বিকল থাকায় ভোটগ্রহণ বন্ধ
৯:৩৭: সুতির উমরাপুর গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর বুথে ইভিএম খারাপ, মালদহের গাজোলের একাধিক বুথে ইভিএম বিভ্রাট হওয়ায় ভোট প্রক্রিয়া নির্ধারিত সময়ে শুরু হয়নি।
৯:৩৬: রাসবিহারী কেন্দ্রে ২০ টি ইভিএম বিকল। নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে
৯:৩৫: আসানসোলে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
৯:৩৫: লালগোলা বিধানসভার ৪টি বুথে ইভিএম মেশিন খারাপ
৯:২০: নির্বাচন কমিশন কি এতদিন ঘুমাচ্ছিল? প্রধানমন্ত্রী প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর তারা নিষেধাজ্ঞা জারি করলেন। শুধুমাত্র বিজেপির কথায় চলছে কমিশন, বললেন তৃণমূল সাংসদ নুসরত জাহান
৯:১৫: পুলিশের সঙ্গে বচসা, বিতর্কে বালিগঞ্জের বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়ের
৯:১১: মুর্শিদাবাদের রানিনগরে ‘আক্রান্ত’ হওয়ার মিথ্যা অভিযোগ বিজেপি প্রার্থীর, খারিজ করল নির্বাচন কমিশন
৯:১০: বালিগঞ্জের ১৫৯ নং বুথে ভোটরদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না, বন্ধ রয়েছে ভোটগ্রহণ
৯:০৯: আসোনসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ২৪৬ নম্বর বুথে বিকল ভিভিপ্যাট। যার জেরে স্থগিত রয়েছে ভোটদান প্রক্রিয়া।
৯:০৮: পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ১১৬, ১৬৮ নম্বর বুথে ইভিএম বিকল
৯:০৭: পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর বিধানসভার ১০৬, ১০৭, ১০৯, ১১৩, ১১৫ নম্বর বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
৯:০৬: পশ্চিম বর্ধমানের বারাবানি বিধানসভা কেন্দ্রের ১২ও১৩ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
৯:০৫: মালদার হরিশ্চন্দ্রপুরে ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ তৃণমূলের
৯:০২: পাণ্ডবেশ্বেরে মোবাইল হাতে বুথে ঢোকার চেষ্টা বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির, বচসা বাহিনীর সঙ্গে। পরে, মোবাইল পকেটে রেখে ঢোকেন তিনি
৯:০১: বালিগঞ্জের মডার্ন হাই স্কুলে ভোট দিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান
৯:০০ সকাল ৯টা পর্যন্ত বাংলায় ১৮% ভোটদান
৯:০০ বালিগঞ্জের একটি মন্দিরে পুজো দিয়ে বুথ পরিদর্শনে বেরোলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়
৮:৫৫: মালদার গাজোল বিধানসভার বিজেপি প্রার্থী চিন্ময়দেব বর্মনের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
৮.৪৯ঃ সব শান্তিপূর্ণ হোক। এটাই চাইব।
বুথ পরিদর্শনে গিয়ে জানালেন আসানসোল দক্ষিণ এর তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ
৮:৪১: কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা, গার্ডেন রিচে বিক্ষোভ স্থানীয় মানুষের। পরিস্থিতি সামাল দিলেন ফিরহাদ হাকিম
৮:৪০: তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের ফোন রিটার্নিং অফিসারকে – প্রার্থী বুথে ঢুকতে পারেন, জানালো কমিশন
৮.২৮ঃ করোনার আতঙ্ক উপেক্ষা করেই ভোট দিলেন অশীতিপর এক দম্পতি। দক্ষিণ কলকাতার ছবি
৮:২৫: বালুরঘাটের গার্লস স্কুলের আদর্শ বুথে ইভিএম বিভ্রাট, ভোট দিতে না পেরে বিরক্ত সাধারণ মানুষ
৮:১৬: সাগরদিঘির ৯০ নম্বর বুথে ইভিএম বিভ্রাট, নাজেহাল মানুষ
৮:০০: রাসবিহারী কেন্দ্রের ১৬১ নম্বর বুথে খারাপ ইভিএম। ভোটগ্রহণ এখনও আরম্ভ না হওয়ায় অসন্তোষ সাধারণ মানুষের মধ্যে
৭:৫৫: করোনার দ্বিতীয় ঢেউয়ের আভাস থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় সরকার। দেশের বর্তমান পরিস্থিতি খুব খারাপ। খুবই দুঃখজনক। দেশের স্বাস্থ্য পরিকাঠামোর খামতি বেরিয়ে পড়েছে, ভোট দিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
৭.৫২ঃ সপ্তম দফার নির্বাচনে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
৭:৩৫: মালদায় হবিবপুর ২৩০ বুথের পাশে বিজেপির দেওয়াল লিখন, এলাকায় উত্তেজনা
৭:২১: নির্বাচন কমিশন শুধু বিজেপির সুবিধা দেখার জন্য কাজ করছে। করোনা বাড়ছে না কমছে তাতে তাদের কোনও নজর নেই, মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের
৭:২০: বুথ পরিদর্শনে গিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের। সব বুথে মাস্ক, গ্লাভ দেওয়া হচ্ছে না, অভিযোগ তাঁর।
৭:০৫: ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ভোট দিলেন নিজের ছেলের সঙ্গে
৭:০১: মুর্শিদাবাদের সুতিতে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ স্থানীয়দের
৬:৪৫: ভাটপাড়ায় ভোট পরবর্তী হিংসা, প্রাণ গেল এক যুবকের