দেশ বিভাগে ফিরে যান

করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশন: মাদ্রাজ হাই কোর্ট

April 26, 2021 | < 1 min read

করোনার (COVID19) দ্বিতীয় ঢেউয়ের জন্যে নির্বাচন কমিশনকেই (ECI) দায়ী করল মাদ্রাজ হাইকোর্ট (Madras Highcourt)। করোনা মহামারির মধ্যেও কী করে এতো লোক নিয়ে জনসভা করার অনুমতি দিল কমিশন, সেই প্রশ্ন তোলেন বিচারপতিরা। মুখ্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কমিশনকে তোপ দেগে বলেন, ‘নির্বাচনী অধিকারকদিকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিৎ।’

এর আগে মুম্বই এবং কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকার তথা নির্বাচন কমিশনকে। তাদের অবিবেচনার জন্যে তিরস্কৃত হতে হয় কমিশনকে। কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার পরেই তড়িঘড়ি রাজ্যে ৫০০-র বেশি লোক নিয়ে জনসভায় নিষেধাজ্ঞা জারি করে কমিশন।

এবিষয়ে তৃণমূলের (TMC) রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek 0 Brien) টুইট করে খোঁচা দিয়েছেন কমিশনকে। লিখেছেন, ‘এইচসি+ এইচসি + এইচসি < ইসি।

অর্থাৎ তিন উচ্চ আদালত নির্বাচন কমিশনের থেকে বড়।

কমিশনকে কটাক্ষ করে আরও একটি টুইটে ডেরেক লেখেন, ‘মনে পড়ে আমাদের দলের একাধিক চিঠির কোন উত্তর দেননি আপনারা! বার বার মানুষের প্রাণ বাঁচাতে নির্বাচনের দিন কমানোর অনুরোধ করলেও আপনারা গুরুত্বপূর্ণ দেন নি। বরং বন্ধ দরজার বৈঠকে আমাদের নিজেদের ভুল দেখার পরামর্শ দিয়েছিলেন। এখন হাইকোর্ট আপনাদের ভুল ধরছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commission of India, #Madras High Court, #COVID Second Wave

আরো দেখুন