রাজ্য বিভাগে ফিরে যান

কৈলাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলার হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র

April 26, 2021 | < 1 min read

তিনি এই রাজ্যের খাদ্যমন্ত্রী। আর তাঁর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। গেরুয়া শিবিরের সেই দুর্নীতির অভিযোগ সপাটে উড়িয়ে এবার পাল্টা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধেই ১০০ কোটি টাকা মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মঙ্গলবারই মামলা করতে চলেছেন কৈলাসের বিরুদ্ধে। পাশাপাশি এ-ও জানিয়েছেন, ‘‘২ মে-র পর উনি বুঝবেন কত ধানে কত চাল।’’

কৈলাসের অভিযোগ নিয়ে রবিবারই প্রতিক্রিয়া জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়। অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। এরপর আজ সাংবাদিক বৈঠক করে আরও এক ধাপ এগিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘‘উনি মিথ্যা, অসত্য, যুক্তিহীন, প্ররোচনামূলক বক্তব্য রাখেন। আমার সম্পর্কে যুক্তিহীন কথা বলেন। আমি তাঁকে চ্যালেঞ্জ করছি, ওই তথ্য কোর্টে নিয়ে গিয়ে প্রমাণ করতে। আমি আদালতের দ্বারস্থ হচ্ছি। উনি মিথ্যা কথা বলেছেন। ওঁকে কোর্টে টেনে নিয়ে যাব। ওঁকে এর জবাব দিতে হবে।’’

আত্মপ্রত্যয় নিয়েই রাজ্যের বিদায়ী খাদ্যমন্ত্রী বলছেন, ‘‘আমি জ্যোতিপ্রিয় মল্লিক। আমি ছাড়ব না। ২ মে-র পর উনি বুঝতে পারবেন কত ধানে কত চাল।’’ কৈলাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন জ্যোতিপ্রিয়। উল্লেখ্য, রবিবার সাংবাদিক বৈঠক করে কৈলাস দাবি করেন, রাজ্যে রেশনে প্রতি বছর প্রায় ১ হাজার কোটি টাকা করে দুর্নীতি হয়েছে। যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের পাল্টা দাবি, রেশনে যে প্রক্রিয়ায় টাকা দেওয়া হয় তাতে দুর্নীতি হওয়া সম্ভব নয়। পাল্টা তাঁর অভিযোগ, দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jyotipriya Mallick, #Kailash Vijayvargiya

আরো দেখুন