রাজ্য বিভাগে ফিরে যান

বহু ভোটকর্মী পাননি দৈনিক খাওয়ার খরচ, ক্ষোভ কমিশনের বিরুদ্ধে

April 26, 2021 | < 1 min read

ভোটকর্মীদের খাওয়ার খরচ পাওয়া নিয়ে  অশান্তি বাধার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ অনুযায়ী নির্বাচনী আধিকারিকের অফিস থেকে এবার দৈনিক ১৭০ টাকা করে খাওয়ার খরচ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কোনও অফিস চাইলে ওই টাকা দিয়ে খাবার সরবরাহ করতে পারে বলে জানানো হয়েছিল। কোথাও কোথাও ভোটকর্মীদের খাবারের প্যাকেট দেওয়া হয়েছে, আবার কোথাও তা  দেওয়া হয়নি। বড় জোর চা, জল দিয়ে দায়িত্ব সারা হয়েছে বলে অভিযোগ।  বিশেষ করে যেসব সরকারি কর্মী ও বাইরে থেকে আসা অন্যান্য কর্মী টানা ভোট সংক্রান্ত কাজ করেছেন, তাঁদের খাবার ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী অফিস করেনি। ফলে তাঁদের দৈনিক ১৭০ টাকা করে প্রাপ্য হয়েছে।

কিন্ত অনেক ভোটকর্মী (Polling Personnel) ওই টাকা এখনও পাননি। রবিবার জেসপ বিল্ডিংয়ে উত্তর কলকাতা জেলা নির্বাচনী অফিসে  ভাড়া গাড়ির চালকরা টানা কাজ করেও খোরাকির দৈনিক ১৭০ টাকা না পাওয়ায় বিক্ষোভ দেখান। উত্তর কলকাতায় নির্বাচনী প্রচার পর্ব আজ সোমবার শেষ হয়ে যাচ্ছে। ফলে এরপর সব ভাড়া গাড়ির প্রয়োজন নাও হতে পারে।  জেলা নির্বাচন অফিসের আধিকারিকরা অবশ্য বলছেন, গাড়ি রিলিজ করে দেওয়ার আগে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু ওই অফিসের সঙ্গে যুক্ত যে সরকারি কর্মীরা টানা (ছুটির দিন সহ) ভোটের কাজ করে যাচ্ছেন তাঁরাও খোরাকির টাকা পাননি বলে অভিযোগ।  তাঁদেরও পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির সদস্য পার্থ  চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে খোরাকির টাকা না দেওয়ার অভিযোগ তাঁদের কাছে এসেছে। খুব শীঘ্রই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে এব্যাপারে চিঠি দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commission of India, #polling personnel

আরো দেখুন