রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের হাসপাতালে অক্সিজেন কন্টেনার পৌঁছতে নোডাল অফিসার নিয়োগ

April 26, 2021 | < 1 min read

সময়মতো হাসপাতালে অক্সিজেন কন্টেনার (Oxygen Container) পৌঁছনোর বিষয়টি দেখতে নোডাল অফিসার (Nodal Officer) নিয়োগ করল রাজ্য পুলিস। ডিআইজি (DIG) পদমর্যাদার এক অফিসারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্য ট্র্যাফিক দপ্তর সমস্ত জেলার পুলিস সুপারদের নির্দেশ দিয়েছে, অক্সিজেন ভর্তি কন্টেনার রাজ্যে প্রবেশ করলে ওই নোডাল অফিসারকে গাড়ির বিবরণ সহ বিস্তারিত তথ্য জানাতে হবে। কোন জেলায় সেটি যাচ্ছে তাও উল্লেখ করতে হবে। নোডাল অফিসার ট্র্যাক করবেন অক্সিজেন কন্টেনারের গতিবিধি। তিনি গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ রাখবেন। গাড়ি যাতে কোথাও আটকে না পড়ে তা দেখতে হবে নোডাল অফিসারকে।

বিশেষ প্রয়োজনে পুলিস দিয়ে এসকর্ট করতে হবে। এছাড়া গতকাল কলকাতা পুলিসও অক্সিজেন পৌঁছতে বিশেষ করিডর তৈরির কথা ঘোষণা করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Police, #Oxygen Cylinder

আরো দেখুন