১৮ থেকে ৪৫ বয়সিদের টিকাকরণ শুধু বেসরকারি কেন্দ্রে? বিতর্ক
১৮ থেকে ৪৫ বছর বয়সিদের প্রতিষেধক (Vaccine) নিতে কোউইন (Cowin) অ্যাপে আগেই নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করল কেন্দ্র। তাঁরা আর আগের মতো সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করে প্রতিষেধক নিতে পারবেন না। আগে নাম নথিভুক্ত করে প্রতিষেধক নেওয়ার দিন ক্ষণ জেনে নিতে হবে। সেই অনুযায়ী প্রতিষেধক পাবেন ১৮ থেকে ৪৫ বছর বয়সিরা।
সূত্রের খবর, অতিমারির ভয়াবহতার কথা মাথায় রেখে টিকাকেন্দ্রে মানুষের ভিড় এড়ানোর জন্যই এই ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্র। পাশাপাশি এর ফলে রোজকার প্রতিষেধকের উপর আগে থেকে নজরও রাখতে পারবে কেন্দ্র। টিকার ঘাটতির জন্য এখন যেমন অনেককেই টিকা নিতে গিয়েও ফিরে আসতে হয়েছে, তা এড়ানো যাবে বলেই মনে করছেন স্বাস্থ্যকর্তারা।
১৮ থেকে ৪৫ বছর বয়সিদের জন্য ২৮ এপ্রিল থেকেই শুরু হবে এই নাম নথিভুক্তকরণ। সরাসরি কোউইন অ্যাপ প্ল্যাটফর্মে গিয়ে নাম নথিভুক্ত করা যাবে। তবে, কেন্দ্রের একটি নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র বেসরকারি কেন্দ্রেই টিকা নিতে পারবেন ১৮ থেকে ৪৫ বছর বয়সিরা। এতেই শুরু হয়েছে বিতর্ক। কেরলের অর্থমন্ত্রী তুলছেন প্রশ্ন।
এই বিষয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও (Derek O’ Brien):