রাজ্য বিভাগে ফিরে যান

সিবিআই হাজিরায় না কেষ্টর

April 27, 2021 | < 1 min read

গরু পাচার-কাণ্ডে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি মঙ্গলবার হাজিরা দিচ্ছেন না বলেই জানা গিয়েছে।

এই বিষয়ে অনুব্রতর তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য না করা হলেও তাঁর ঘনিষ্ট মহল সূত্রে খবর, শরীর বিশেষ ভাল নেই বীরভূমের তৃণমূল সভাপতির। তার মধ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তিনি বাইরে যেতে ভয় পাচ্ছেন। সেই কারণেই সিবিআইয়ের কাছে কিছু দিন সময় চেয়েছেন তিনি।

তবে অন্য একটি সূত্রে খবর, এই সিদ্ধান্তের পিছনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকতে পারে। সোমবারই মিনার্ভা থিয়েটারে মমতা অনুব্রতকে যেতে নিষেধ করেন। তিনি বলেন, ‘‘২৯-এ ওদের ওখানে ভোট। আমি বলে দিয়েছি, একদম যাবি না। স্ট্রেট বলবি, ইলেকশন প্রসিডিউর ওভার হবে। তার পর যাব।’’ সেই কারণেই হয়তো নিজাম প্যালেসে হাজিরা এড়ালেন কেষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#CBI, #Anubrata Mondal

আরো দেখুন