করোনা পরিস্থিতিতেও সফল অঙ্গদান, গ্রিন করিডোর কলকাতায়
দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে গত বছরের থেকে পরিস্থিতি এবার আরও ভয়াবহ। রোজই রেকর্ড হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কারণ রূপ বদলে নিজের ক্ষমতা আরও বাড়িয়ে নিয়েছে মারণ ভাইরাসটি। এই পরিস্থিতিতে বেড-অক্সিজেনের সমস্যায় বেসামাল হাসপাতালগুলি। গোটা স্বাস্থ্য ব্যবস্থাই মুখ থুবড়ে পড়েছে। কারণ, একসঙ্গে এত রোগীর চিকিৎসা আগে কোনও দিনও করতে হয়নি। কিন্তু এমনই অসম্ভবের সময় সম্ভব হল মরণোত্তর অঙ্গদান। হ্যাঁ, করোনা পরিস্থিতিতেও নজির গড়ল কলকাতা।
৬৪ বছরের এক বৃদ্ধের ব্রেন ডেথ হয়। যার ব্লাড গ্রুপ ছিল এবি। ডাক্তার জানিয়ে দেয় শরীরে প্রাণ ধিকধিক করলেও বাঁচানো সম্ভব নয়। তখনই পরিবার সিদ্ধান্ত নেয় দুঃসময়ে যদি কারও এই জীবনদায়ী অঙ্গের প্রয়োজন হয়! তখনই সিদ্ধান্ত নেয়, অঙ্গদানের। জানা গিয়েছে, লিভার যাচ্ছে গুরগাঁও তে। একটি কিডনি যাচ্ছে কমান্ড হাসপাতালে। অন্য কিডনিটি যাচ্ছে মুকুন্দপুর আরএন টেগরে। হৃদযন্ত্র যাচ্ছে হাওড়ায়। তার ত্বক যাচ্ছে কলকাতার পিজি হাসপাতালে। যাঁরা অঙ্গ পেয়েছেন তাদের অস্ত্রোপচার চলছে বলে জানা গিয়েছে। গ্রিন করিডোর করে প্রত্যেক জায়গায় পৌঁছে যায় মরণোত্তর অঙ্গ।