উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

শীতলকুচির ‘অভিশপ্ত’ বুথে ফের ভোট ২৯ এপ্রিল

April 27, 2021 | < 1 min read

আগামী ২৯ এপ্রিল শীতলকুচির সেই ১২৬ নম্বর বুথে ফের ভোট হবে। সোমবার নির্বাচন কমিশনের তরফে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ১০ এপ্রিল কোচবিহার জেলার ন’টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়। ওই দিন শীতলকুচির আমতলি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। তা নিয়ে রাজ্য তথা দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। গুলিতে মৃত্যুর ঘটনার পরই ভোট গ্রহণপর্ব স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ দফায় ওই বুথে ফের ভোট হবে। এ ব্যাপারে কোচবিহারের জেলাশাসক তথা নির্বাচন আধিকারিক পবন কাডিয়ান বলেন, আগামী ২৯ এপ্রিল শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে রি-পোল হবে।

এজন্য সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে, ফের ভোটের দিন ঘোষণা হতেই ওই বুথে কড়া নিরাপত্তা ব্যবস্থা সহ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই দাবি তুলেছেন তৃণমূল ও বিজেপির প্রার্থীরা। বিজেপির শীতলকুচি (Sitalkuchi) কেন্দ্রের প্রার্থী বরেনচন্দ্র বর্মন বলেন, ১০ এপ্রিলের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে (Election Commission)। তৃণমূলের (Trinamool) শীতলকুচির প্রার্থী পার্থপ্রতিম রায় বলেন, ১২৬ নম্বর বুথে ১০ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নির্মমভাবে আমাদের চারজন সমর্থককে গুলি করে মেরেছে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Sitalkuchi

আরো দেখুন