তথ্য যাচাই বিভাগে ফিরে যান

রেমেডেসিভির নকল ওষুধ, চিনবেন কী করে?

April 28, 2021 | < 1 min read

সাবধান! বাজারে চলে এসেছে করোনার নকল ওষুধ। রেমডেসিভির জাল ওষুধ যত্র তত্র ছড়িয়ে। আপদকালীন পরিস্থিতিতে মানুষকে নকল ওষুধের কারণে সমস্যায় পড়তে হচ্ছে।

কী করে চিনবেন কোনটা আসল আর কোনটা নকল?

ওষুধের প্যাকেট দুটো ভালো করে দেখলেই পার্থক্য করতে পারবেন।
প্রথমত, আসল ওষুধের প্যাকেটে রেমডেসিভির (remdesivir) আগে আরএক্স লেখা। নকল প্যাকেটে তা নেই। দ্বিতীয়ত, নকল ওষুধের গোটা প্যাকেট জুড়েই বড় হাতের অক্ষরের জায়গায় ছোট হাতের অক্ষর লেখা রয়েছে। আসল ওষুধের প্যাকেটে এইরকম কোন ভুল নেই। তৃতীয়ত, নকল ওষুধের প্যাকেটে কোন সতর্ক বার্তা দেওয়া নেই, যেটা কিনা সব ওষুধের প্যাকেটেই থাকে, মূল ওষুধেও আছে। ভালো করে খেয়াল করলে নকল ওষুধের প্যাকেটে অনেক বানান ভুল চোখে পড়বে। এছাড়াও মূল ওষুধে কোভিফর কথাটি গিলিড সায়েন্সের অন্তর্গত তা লেখা আছে। নকল ওষুধের তা নেই।

চোখ, কান খোলা রাখলে খুব সহজেই নকল ওষুধের হাত থেকে রক্ষা পেতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Remdesivir

আরো দেখুন