রাজ্য বিভাগে ফিরে যান

সুদীপ জৈনের বিরুদ্ধে খুনের মামলা কাজল সিংহ জায়ার

April 28, 2021 | 2 min read

উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের প্রয়াত তৃণমূল নেতা কাজল সিংহ জায়ার। খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ নির্বাচনের আগের দিন করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর ২৫শে এপ্রিল ওনার জীবনাবসান হয়। আজ ওনার স্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন।

আট দফায় নির্বাচন করার বিরোধিতা তৃণমূল শুরু থেকেই করে আসছে। দেশজুড়ে করোনার প্রকোপ বাড়ার পর দাবি তোলা হয়েছিল শেষ তিন দফা একসাথে করা হোক, কিন্তু আমল দেয়নি কমিশন। এরপর দুদিন আগে মাদ্রাজ হাইকোর্ট নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করে বলে তারা সুপার স্প্রেডার।

এই প্রেক্ষিতেই প্রয়াত কাজল সিংহের স্ত্রীর অভিযোগ, ওনার স্বামীর মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুদীপ জৈন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Elections 2021, #Sudeep Jain, #kajal sinha, #Murder

আরো দেখুন