করোনা: রাষ্ট্রসঙ্ঘের সাহায্যের প্রস্তাব ফেরাল ভারত
করোনা (COVID 19) মোকাবিলায় রাষ্ট্রসঙ্ঘের (United Nations) সাহায্যের প্রস্তাব ফেরাল ভারত (India)। সাফ জানিয়ে দিল, মহামারী মোকাবিলায় ভারতের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেইরেসের মুখপাত্র ফারান হক একথা জানিয়েছেন। সংবাদসংস্থার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সাপ্লাই চেইনের মাধ্যমে ভারতে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু, ভারত আমাদের বলেছে, মহামারী মোকাবিলা করার মতো তাদের যথাযথ ব্যবস্থা রয়েছে।
অন্যদিকে, ভারতকে সাহায্য নিয়ে আমেরিকার তৎপরতায় জল্পনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, হঠাৎ জো বাইডেন প্রশাসন কেন এত উদগ্রীব হল? বিশেষজ্ঞদের ধারণা, গত বছর শুরু হওয়া করোনা মহামারীর জেরে আমেরিকার অর্থনীতিতে ধস নেমেছে। পাশাপাশি লাফিয়ে বেড়েছে সংক্রমণ। তাই নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন নিজের দেশের নাগরিকদের স্বার্থে ভারতকে প্রথমে কিছুটা অবহেলা করতে শুরু করেছিলেন।
তবে সোমবার মোদির (Narendra Modi) সঙ্গে ফোনালাপের পর প্রাণদায়ী ওষুধ থেকে শুরু করে দক্ষ মেডিক্যাল সহযোগিতার জন্য ভারতকে আশ্বাস দিয়েছে আমেরিকা।