কলকাতা বিভাগে ফিরে যান

গণনা নিয়ে কমিশনের নির্দেশিকায় ভ্রান্তি, চিঠি তৃণমূলের

April 29, 2021 | < 1 min read

গণনাকেন্দ্রে ভিড় এড়াতে নয়া নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। কমিশন বলেছে, গণনাকেন্দ্রে ঢুকতে গেলে প্রার্থীদের এবং কাউন্টিং এজেন্ডদের কাছে থাকতে হবে দুটি কোভিড টিকা নেওয়ার প্রমাণ, অথবা কোভিড নেগেটিভ হওয়ার সার্টিফিকেট। অন্যথা, গণনাকেন্দ্রে যেতে পারবেন না তাঁরা। এছাড়াও বলা আছে ২৯ তারিখের মধ্যেই দলের পক্ষ থেকে কাউন্টিং এজেন্ডদের (Counting Agent) নাম জমা দিতে হবে কমিশনকে।

এবার এই বিষয়েই কিছু প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল তৃণমূল (Trinamool)। দলের তরফ থেকে রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন চিঠি লিখেছেন।

কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, গণনা শুরুর আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। আবার ওই একই নির্দেশিকায় বলা হয়েছে ভোট গণনা শুরুর ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। সেই ক্ষেত্রে ৪ মে- র মধ্যে। সাংসদ চিঠিতে জানতে চেয়েছেন এই দুই পরিপন্থী কথায় কমিশন আসলে কী বোঝাতে চেয়েছে।

এছাড়াও কাউন্টিং এজেন্ডদের নামের তালিকা আগেই কমিশনকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংসদ জানতে চেয়েছেন, তালিকা দিয়ে দেওয়ার পর যদি কোন এজেন্টের করোনার রিপোর্ট পজিটিভ আসে, তাহলে কী ব্যবস্থা নেওয়া হবে?

TwitterFacebookWhatsAppEmailShare

#Counting Agent, #Election Commision of India, #Trinamool Congress

আরো দেখুন