রাজ্য বিভাগে ফিরে যান

EXCLUSIVE – দৃষ্টিভঙ্গির বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট বাংলার রায়

April 30, 2021 | 3 min read

দীর্ঘ দেড় মাসের প্রতীক্ষার পর অবশেষে সম্পন্ন হল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (Bengal Election 2021)। রাজনীতির উত্তাপ এবং করোনা অতিমারীর আবহেই বাংলার মানুষ রায় দিলেন। নবান্নের দখল কে নেবে তা জানতে আরও কয়েকটা দিনের অপেক্ষা। কিন্তু আসুন দেখে নিই বুথ ফেরত সমীক্ষায় কী অভ্যাস মিলছে।

এক নজরে দৃষ্টিভঙ্গির EXCLUSIVE বুথ ফেরত সমীক্ষা:

  • কোচবিহার – মোট আসন ৯। বিজেপি পেতে পারে ৫টি আসন। তৃণমূল ৪।
  • আলিপুরদুয়ার – মোট আসন ৫। এর মধ্যে বিজেপি জয়ী হতে পারে ৪টি আসনে। তৃণমূলের ঝুলিতে ১টি আসন।
  • জলপাইগুড়ি – মোট আসন ৭। বিজেপি পেতে পারে ৬টি আসন। তৃণমূল ১।
  • কালিম্পঙ জেলার একটি আসনে জয়ী হতে পারে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী।
  • দার্জিলিং জেলায় মোট আসন ৫টি। এর মধ্যে বিজেপি জয়ী হতে পারে ৩টি আসনে। গোর্খা জনমুক্তি মোর্চার ঝুলিতে ১টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে একটি আসন।
  • উত্তর দিনাজপুর। মোট আসন ৯টি। তৃণমূল জিততে পারে ৫টি আসন। সংযুক্ত মোর্চা ১টি। বিজেপি পেতে পারে ৩টি আসন।
  • দক্ষিণ দিনাজপুর। মোট আসন ৬টি। বিজেপি জিততে পারে ৪টি আসন। তৃণমূল ২টি।
  • মালদা জেলায় মোট আসন ১২টি। এর মধ্যে বিজেপি, সংযুক্ত মোর্চা এবং তৃণমূল পেতে পারে ৪টি করে আসন।
  • মুর্শিদাবাদ জেলার ২২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১৫টি আসন। সংযুক্ত মোর্চার ঝুলিতে ৭টি আসন।
  • এরপর নদীয়া। এই জেলার ১৭টি আসনের মধ্যে তৃণমূল পাবে ১০টি আসন। বিজেপি সন্তুষ্ট থাকবে ৭টি আসন পেয়ে।
  • হুগলী জেলা। মোট ১৮টি আসনের ১০টিতেই জয়ী হবে তৃণমূল। বিজেপি পাবে ৮টি আসন।
  • হাওড়া জেলার ১৬টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হতে পারে ১৩টি আসনে। বিজেপি পেতে পারে ৩টি আসন।
  • পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে ৯টি আসন। তৃণমূল পেতে পারে ৭টি আসন।
  • পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি আসনের অধিকাংশ, অর্থাৎ ৮টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা বিজেপির। তৃণমূল পাবে ৭টি আসন।
  • ঝাড়গ্রাম জেলার ৪টি আসনের মধ্যে ৩টিতেই জয়ী হতে চলেছে তৃণমূল। একটি আসন বিজেপির ঝুলিতে।
  • পুরুলিয়ায় মোট আসন ৯। বিজেপি পেতে পারে ৫টি আসন। তৃণমূল এবং সংযুক্ত মোর্চা যথাক্রমে ২টি আসন।
  • বাঁকুড়া জেলার ১২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে সামান্য এগিয়ে বিজেপি। জিততে পারে ৭টি আসনে। ৫টি আসনে জয় হবে তৃণমূলের।
  • পূর্ব বর্ধমানের ১৬টি আসনে তৃণমূল পেতে পারে ১২টি আসন। ৪টি আসনে জয় হবে বিজেপির।
  • পশ্চিম বর্ধমানে মোট আসন ৯টি। এর মধ্যে বিজেপি জিততে পারে ৬টি আসন। তৃণমূল পেতে পারে ৩টি আসন।
  • বীরভূম জেলার ১১টি আসনে অব্যাহত কেষ্টদার ম্যাজিক। তৃণমূল জিততে পারে ৭টি আসন। বাকি ৪টি আসন পাবে বিজেপি।

এরপর আশা যাক গ্রেটার কলকাতায় –

  • উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনের মধ্যে ২৫টি আসবে তৃণমূলের ঝুলিতে। বাকি ৮টি বিজেপি জিততে পারে।
  • দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১টি আসনের মধ্যে ২৮টিতে জয়ী হবে তৃণমূল। বিজেপি সন্তুষ্ট থাকবে ৩টি আসন পেয়ে।
  • সবশেষে কলকাতা। ১১টি আসনের মধ্যে ১১টিতেই জয়ী হবেন তৃণমূলের প্রার্থীরা।

এবার দেখে নেবো রাজ্যের সামগ্রিক চিত্রটা:

মোট আসন – ২৯৪

তৃণমূল ১৭৫

বিজেপি১০২

সংযুক্ত মোর্চা১৫

অন্যান্য

দৃষ্টিভঙ্গির EXCLUSIVE বুথ ফেরত সমীক্ষা বলছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলছেন তৃণমূলনেত্রী। বিজেপির আসল পরিবর্তনের ডাককে ধরাশায়ী করে বাংলার মানুষ নিজের মেয়ের পক্ষেই রায় দিয়েছেন।

এক নজরে দেখে নেব ভোট শেয়ার

তৃণমূল পেতে পারে ৪৫% ভোট

বিজেপি পেতে পারে ৩৮% ভোট

সংযুক্ত মোর্চা ১২% ভোট

অন্যান্যরা পেতে পারে ৫% ভোট।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এটি একটি বুথ ফেরত সমীক্ষা মাত্র। প্রকৃত ফল আলাদা হতে পারে। আমাদের তরফে করা সমীক্ষার আভাস দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। সেটি কতটা নির্ভুল তা বোঝা যাবে ইভিএম বাক্স খোলার পরেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Election 2021, #Drishtibhongi, #Exit Polls

আরো দেখুন