দেশ বিভাগে ফিরে যান

অক্সিজেনের জন্য কাতর আর্তি, আগ্রার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

April 30, 2021 | < 1 min read

 হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। আর তা দেখে কর্তব্যরত এক পুলিসের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পিপিই কিট পরা ব্যক্তির আর্তি, ‘আপনার পায়ে ধরে মিনতি করছি। আমার মাকে বাঁচান।’ আগ্রার এক হাসপাতালের বাইরের এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনায় আরও একবার দেশে অক্সিজেনের হাহাকারের চিত্র স্পষ্ট করল। যদিও আগ্রা পুলিসের দাবি, ওই ভিডিটি ভুলভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।


বৃহস্পতিবার উত্তরপ্রদেশের যুব কংগ্রেসের তরফে ওই ভিডিও পোস্ট করে যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করা হয়েছে। পোস্টে লেখা, ‘এটা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক ভিডিও। মায়ের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছিলেন ওই ব্যক্তি। সেটি নিয়ে চলে যাওয়া হচ্ছে। পুলিসের পায়ে ধরে তিনি আর্তি জানাচ্ছেন। এটাই যোগী পুলিসের অমানবিকতা। এভাবেই কী আপনি রাজ্যবাসীর সঙ্গে ব্যবহার করেন যোগীজি?’
যদিও এই ঘটনায় আগ্রা পুলিসের তরফে ভিন্ন ঘটনার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, এই ভিডিওয় যা দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। পুলিস জানিয়েছে, ‘এটি উপাধ্যায় হাসপাতালের বাইরের ভিডিও। অক্সিজেনের আকালের কারণে দু’দিন আগে হাসপাতালের রোগীর পরিজনরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে আনছিলেন। এই ভিডিওয়, ফাঁকা সিলিন্ডার নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। পিপিই কিট পরা ওই ব্যক্তি পুলিসের কাছে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করার জন্য আর্জি জানাচ্ছিলেন।’


পুলিসের বিবৃতির পরেই সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। যেমন যুব কংগ্রেসের পোস্টে মনে হচ্ছে, অক্সিজেনের ঘাটতির মুহূর্তেও পুলিস জোর করে হাসপাতাল থেকে সিলিন্ডার নিয়ে চলে যাচ্ছে। অথচ পুলিস বলছে সম্পূর্ণ উল্টো কথা। ওই ব্যক্তিই পুলিসের পায়ে ধরে অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানাচ্ছেন। তাই মনোবিদরা বলছেন, সত্যাসত্য বিচার না করে সোশ্যাল মিডিয়ার পোস্টে আমল দেবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#oxygen

আরো দেখুন