দেশ বিভাগে ফিরে যান

কেরলে ফিরতে চলেছে বামেরাই, আভাস বুথফেরত সমীক্ষায়

April 30, 2021 | < 1 min read

পিনারাই বিজয়নের সরকারই ফের ক্ষমতায় ফিরছে কেরলে, (Kerala) বুথফেরৎ সমীক্ষায় অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দক্ষিণের এই রাজ্যে বিধানসভা ভোটের মুখেই সোনা পাচার কেলেঙ্কারিতে জড়িয়েছিল ক্ষমতায় থাকা বাম সরকার। তবে তার প্রভাব কেরলের ভোটে পড়েনি বলেই মনে হচ্ছে বুথফেরত সমীক্ষায়। একাধিক সংস্থা কেরলে এগিয়ে রেখেছে বাম জোটকেই।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরই দেশের চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বুথফেরত সমীক্ষার ফল সামনে এনেছে একাধিক সংস্থা। তাতেই দেখা গিয়েছে প্রায় সবক’টি সংস্থাই কেরলে এগিয়ে রেখেছ বাম জোটকে (LDF)। ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় দেখা গিয়েছে, বাম জোট জিততে পারে ১০৪-১২০ আসনে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) পেতে পারে ২০-৩৬টি আসন। বিজেপি-র ০-২টি আসন পাওয়ার সম্ভাবনা। অন্যান্যরা পেতে পারে ০-২ আসন।

এবিপি-সি ভোটারের সমীক্ষা অবশ্য অনেকটাই এগিয়ে রেখেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউ়ডিএফকে। তবে তারাও মনে করছে কেরলে বামেরা পাবে ৭১-৭৭টি আসন। ইউডিএফ ৬২-৬৮ এবং বিজেপি 

TwitterFacebookWhatsAppEmailShare

#UDF, #LDF, #kerala

আরো দেখুন